রবিবার, ১৭ জুলাই, ২০১৬ ০০:০০ টা

লন্ডনে খুনের দায়ে বাংলাদেশির কারাদণ্ড

লন্ডন প্রতিনিধি

দুই দশক আগে এক বাংলাদেশিকে খুন করে যুক্তরাষ্ট্রে পালিয়ে যাওয়া আরেক বাংলাদেশির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে যুক্তরাজ্যের একটি আদালত। ১৯৯৭ সালে লন্ডনের ইলিংটনে ডেলিভারিম্যান আবদুস সামাদকে হত্যার দায়ে গত শুক্রবার ওল্ড বেইলির আদালত ফয়জুর রহমানকে (৪৪) অন্তত ১৮ বছর জেলে রাখার রায় দিয়েছে।

খুন হওয়ার সময় আবদুস সামাদের বয়স ছিল ২৫, কাজ করতেন ইলিংটনের সেন্ট পল সড়কের ‘কারি ইন এ হারি’র বিতরণ ব্যবস্থাপনায়। তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন, স্টোক নিউইংটন ও ব্রিক লেনের দুই দল প্রবাসী বাঙালির বিবাদের জের ধরে সামাদকে হত্যা করা হয়। সামাদ ব্রিক-লেন অংশের সঙ্গে জড়িত ছিলেন। তারা জানান, ১৯ বছর আগে মে’র ২১ তারিখে টেলিফোনের মাধ্যমে খাবারের ‘ভুয়া অর্ডার’ দিয়ে ইলিংটনের এলওয়েইন সড়কে সামাদকে ডেকে নেন ফয়জুর ও তার সঙ্গীরা। সামাদকে সেখানে মাংস কাটার চাপাতি, ছোরাসহ ধারালো অস্ত্র ও বেইসবল ব্যাটের আঘাতে হত্যা করা হয়। তদন্ত কর্মকর্তা নিক মিলার বলেন, রায় হতে অনেক বছর লেগেছে। কিন্তু আমি খুশি যে শেষ পর্যন্ত জুরিদের কাছে ফয়জুরের বিরুদ্ধে বীভৎস এ খুনে সংশ্লিষ্ট থাকার অভিযোগ প্রমাণ করতে পেরেছি।

সর্বশেষ খবর