রবিবার, ১৭ জুলাই, ২০১৬ ০০:০০ টা

পাঁচ তরুণীর পর্বতারোহণ প্রশিক্ষণ

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের পাঁচ তরুণী ভারত থেকে মৌলিক পর্বতারোহণ প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। এ উপলক্ষে গতকাল বিকালে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। বাংলা মাউন্টেইনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাব—এমটিসি এর আয়োজন করে। এতে বক্তব্য দেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা অ্যাডভোকেট সুলতানা কামাল, বিজ্ঞাপনী প্রতিষ্ঠান অ্যাডকমের চেয়ারপারসন ও সাবেক উপদেষ্টা গীতিআরা সাফিয়া চৌধুরী, এভারেস্ট বিজয়ী প্রথম বাংলাদেশি নারী নিশাত মজুমদার, অ্যান্টার্কটিকা ও সুমেরু অভিযাত্রী ইনাম আল হক, এমটিসির সভাপতি ও এভারেস্ট বিজয়ী এম এ মুহিত। প্রশিক্ষণ সম্পন্ন করা পাঁচ পর্বতারোহী হলেন ইফফাত ফারহানা, ফৌজিয়া আহমেদ, শায়লা পারভীন, রেশমা নাহার ও বিবি খাদিজা। উত্তর কাশীতে নেহরু ইনস্টিটিউট অব মাউন্টেইনিয়ারিংয়ে ২৮ দিনের মৌলিক পর্বতারোহণ প্রশিক্ষণ গ্রহণ করেন তারা।

সংবাদ সম্মেলনে সুলতানা কামাল বলেন, দেশে বিভিন্ন হামলার ঘটনার মধ্যে বাংলাদেশের মেয়েরা ভালো খবর দিচ্ছে। এটি আশার দিক। মেয়েরা আজ এগিয়ে যাচ্ছে। সাহসিকতার কারণে একাত্তরে মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন হয়েছে। সাহসিকতা আর ভালো কাজের মাধ্যমেই সবকিছু জয় করা সম্ভব। অন্য বক্তারা বলেন, নারীরা আজ এগিয়ে যাচ্ছে। এটি দেশে নারী ক্ষমতায়নের দৃষ্টান্ত।

সর্বশেষ খবর