Bangladesh Pratidin

প্রকাশ : রবিবার, ১৭ জুলাই, ২০১৬ ০০:০০ টা আপলোড : ১৭ জুলাই, ২০১৬ ০২:২৬
মুখোশধারীরা মাঠে নেমেছে সাবধান
----------- শামীম ওসমান
নারায়ণগঞ্জ প্রতিনিধি

সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান (নারায়ণগঞ্জ-৪) বলেছেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন সামনে রেখে যেসব মুখোশধারী মাঠে নেমেছে তাদের সম্পর্কে সাবধান থাকতে হবে। তিনি গতকাল রাইফেল ক্লাবে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় বক্তৃতা করছিলেন। সভায় উপস্থিত নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, সিটি নির্বাচনে আপনারা সঠিক সিদ্ধান্ত নেবেন। আজ এমপি আছি কাল থাকব না। কিন্তু আওয়ামী লীগের কর্মী আছি, সব সময়ই থাকব। তিনি বলেন, আপনারা যে সিদ্ধান্ত নেবেন আমি তা-ই মেনে নেব। যা বলবেন মন থেকে বলবেন। নির্বাচন নিয়ে মুখোশধারীরা মাঠে নেমেছে। যারা সময় বুঝে দলের নেত্রীর বিরুদ্ধে কথা বলে আবার সুযোগ বুঝে দলের ব্যানারে এসে দাঁড়ায়, এদের সম্পর্কে সাবধান থাকা চাই।

মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহার পরিচালনায় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি চন্দন শীল, সহ-সভাপতি গোপীনাথ দাস, মাসুদুর রহমান খসরু, সামসুজ্জামান খান ভাসানী, রোকনউদ্দীন আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, যুবলীগ নেতা শাহ নিজাম, আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট এস এম ওয়াজেদ আলী খোকন, নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান দিপু, বাংলাদেশ হোসিয়ারি অ্যাসোসিয়েশনের সভাপতি নাজমুল আলম সজল, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু হাসনাত মোহাম্মদ শহীদ বাদল, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমানসহ মহানগর আওয়ামী লীগের প্রতিটি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদক।

এই পাতার আরো খবর
up-arrow