সোমবার, ১৮ জুলাই, ২০১৬ ০০:০০ টা

এবিটির চার সদস্য ফের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে গ্রেফতার আনসারুল্লাহ বাংলাটিমের (এবিটি) চার সদস্যের তিন দিন করে করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। তারা হলেন— এবিটির বায়তুল মাল সম্পাদক মুছা ইবনে উমায়ের, মো. শিপন ওরফে ফয়সাল, খোরশেদ আলম ও রাসেল মো. ইসলাম। গতকাল চট্টগ্রামের বিচারিক হাকিম হোসেন মোহাম্মদ রেজা এ আদেশ দেন। এর আগে সীতাকুণ্ড থানায় দায়ের হওয়া সন্ত্রাস দমন আইন মামলায় চারজনকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। তাদের বর্তমানে পুলিশি হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জেলার অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মুস্তাফিজুর রহমান বলেন, আসামিদের বর্তমানে সন্ত্রাস দমন আইন মামলায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ মামলায় জিজ্ঞাসাবাদ শেষ হওয়ার পর অস্ত্র আইনে জিজ্ঞাসাবাদ করার জন্য তাদের ফের পুলিশি হেফাজতে আনা হবে। আদালতের পুলিশ পরিদর্শক মশিউর রহমান বলেন, সীতাকুণ্ড থানায় দায়ের হওয়া অস্ত্র মামলায় তাদের ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে তাদের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করে আদালত। প্রসঙ্গত, ১১ জুলাই সীতাকুণ্ডের বাড়বকুণ্ড থেকে চারজনকে গ্রেফতার করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চারটি চাপাতি ও চারটি কিরিচ, ছয়টি মোবাইল ফোন, একটি ল্যাপটপ ও একটি ট্যাব এবং বেশকিছু জিহাদি বই উদ্ধার করা হয়। এরপর তাদের বিরুদ্ধে সীতাকুণ্ড থানায় অস্ত্র ও সন্ত্রাস দমন আইনে দুটি মামলা হয়।

 

সর্বশেষ খবর