সোমবার, ১৮ জুলাই, ২০১৬ ০০:০০ টা

সন্ত্রাসীদের হুমকিতে স্কুলছাত্রীর আত্মহত্যা পরিবার বাড়িছাড়া

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের অষ্টগ্রামে সন্ত্রাসীদের ভয়ে একটি পরিবার এখন পালিয়ে বেড়াচ্ছে। অপরদিকে পরিবারটির স্কুলপড়ুয়া মেয়ে সন্ত্রাসীদের হাত থেকে ইজ্জত বাঁচাতে আত্মহত্যা করেছে। গতকাল দুপুরে কিশোরগঞ্জ শহর সমবায় সমিতি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেছেন পরিবারটির অভিভাবক সুবোধ চন্দ্র দাস। লিখিত বক্তব্যে তিনি উল্লেখ করেন, পূর্ব শত্রুতার জের ধরে অষ্টগ্রামের ইকুরদিয়া গ্রামের সাবেক ইউপি মেম্বার সত্যেন্দ্র চন্দ্র দাস ও তার লোকজন সুবোধ দাসের বাড়িতে ঢুকে তার বৃদ্ধা মা, স্ত্রীসহ পরিবারের অন্য সদস্যদের বেদম মারপিট এবং জিনিসপত্র লুট করে। এ ব্যাপারে সুবোধ দাস বাদী হয়ে অষ্টগ্রাম থানায় একটি মামলা দায়ের করেন। এদিকে হামলায় আহতরা অষ্টগ্রাম হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় ফাঁকা বাড়িতে আসামিরা সুবোধের স্কুলপড়ুয়া মেয়ে জবা রানীকে ধর্ষণ ও হত্যার হুমকি দেয়। এ অবস্থায় জবা রানী গত ৯ জুলাই রাতে নিজ ঘরে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে। পরে এ ব্যাপারে আদালতে একটি মামলা দায়ের করা হয়। এ ঘটনার পরও সুবোধ দাস ও তার পরিবারের লোকজন সন্ত্রাসীদের হুমকি ও ভয়ে বাড়িতে যেতে পারছেন না। তারা কিশোরগঞ্জ ও হবিগঞ্জে আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিয়েছেন। এ ব্যাপারে অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম মোল্লার কাছে জানতে চাইলে তিনি বলেন, হামলার বিষয়ে উভয় পক্ষে পাল্টাপাল্টি মামলা হয়েছে। বিষয়টি তদন্ত চলছে। আর জবা রানীর আত্মহত্যার বিষয়ে তিনি বলেন, ইউডি মামলা হয়েছে। পোস্টমর্টেম রিপোর্ট পাওয়ার পর সে অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর