মঙ্গলবার, ১৯ জুলাই, ২০১৬ ০০:০০ টা

বাড়ির মালিক তথ্য গোপন করলে ব্যবস্থা : ডিএমপি

নিজস্ব প্রতিবেদক

যদি কোনো বাড়ির মালিক তথ্য গোপন করেন কিংবা তথ্য দিতে সহায়তা না করেন তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. মাসুদুর রহমান। একই সঙ্গে বাড়িওয়ালা ও ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহে সহায়তা করার জন্য সব মালিকদের অনুরোধ জানিয়ে তিনি বলেন, প্রতিটি বাড়ির মালিক ও ভাড়াটিয়ারা যদি সচেতন হন তাহলে অপরাধ দমন করা সম্ভব। গতকাল বিকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে সাংবাদিকদের বিফ্রিংকালে উপ-পুলিশ কমিশনার মো. মাসুদুর রহমান এ কথা বলেন। তিনি বলেন, রাজধানীর বাড়িওয়ালা-ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহে ডিএমপির পক্ষ থেকে প্রচার-প্রচারণা চালানো হচ্ছে। পুলিশ সদস্যরা বিভিন্ন সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছেন। বাড়িওয়ালা-ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহের জন্য ২০ লাখ ফরম বিতরণ করা হয়েছে। এরই মধ্যে প্রায় ১৮ লাখের মতো বাড়িওয়ালা-ভাড়াটিয়াদের তথ্য ডিএমপি সংগ্রহ করেছে। তবে পুলিশের একার পক্ষে সব অপরাধ দমন করা সম্ভব নয়। এর জন্য সাধারণ মানুষকেও এগিয়ে আসতে হবে। তিনি বলেন, প্রতিটি বাড়ির মালিক যদি সচেতন থাকেন। তার বাড়ির সব ভাড়াটিয়ার তথ্য সংশ্লিষ্ট থানায় জমা দেন তবে অপরাধ অনেকটা নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর