বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০১৬ ০০:০০ টা

জনগণকে রাষ্ট্র থেকে বিচ্ছিন্ন করা হচ্ছে

———————— সুলতানা কামাল

নিজস্ব প্রতিবেদক

জনগণকে রাষ্ট্র থেকে বিচ্ছিন্ন করা হচ্ছে

সাবেক উপদেষ্টা ও মানবাধিকার কর্মী সুলতানা কামাল বলেছেন, বাংলাদেশে ক্ষমতার পরিপ্রেক্ষিতে জনগণকে রাষ্ট্র থেকে বিচ্ছিন্ন করা হচ্ছে। আজকে রাষ্ট্র বলে এক অদ্ভুত বিষয়কে চিন্তা করা হচ্ছে। যেখানে শুধু যারা ক্ষমতায় থাকবে তারাই মালিক। এর বাইরে যারা আছে সবাই অরাষ্ট্রীয়। কখনো কেউ রাষ্ট্রবিরোধী বা রাষ্ট্রদ্রোহী। রাষ্ট্র তো জনগণ ছাড়া হতে পারে না। গতকাল প্রেসক্লাবে সাহেবগঞ্জ-বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটি আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। সুলতানা কামাল বলেন, যারা সরকার দলের বাইরে আছে নিশ্চিতভাবে তাদের সবাইকে রাখা হচ্ছে রাষ্ট্রের বাইরে। রাষ্ট্রের সংজ্ঞার মধ্যেই তো বলা আছে যে, জনগণ রাষ্ট্রের অত্যন্ত জরুরি ও মূল্যবান উপাদান। সেই জনগণকেই তো বিচ্ছিন্ন করে ফেলা হয়েছে। সেই রাষ্ট্রকেই তো খণ্ডিত করা হয়েছে। সেদিক থেকে রাষ্ট্র দুর্বল হয়ে গেছে। আমরা মনে করি কেউ যখন দুর্বল থাকে, তখন সে সবসময় অন্যভাবে তার ক্ষমতা দেখানোর চেষ্টা করে। এবং তার ক্ষমতা প্রয়োগ করে। আজকে আমাদের রাষ্ট্র সেই একই কাজ করছে। মুক্তিযুদ্ধ আমার অহংকার কথাটি অমরা সবসময় বলি। কিন্তু বলি কিসের জন্য? ব্যক্তিগত স্বার্থে, সামাজিক স্বার্থ উদ্ধারের জন্য, রাজনৈতিক স্বার্থ উদ্ধারের জন্য। অর্থাৎ আমরা উত্তরাধিকার বেচে বেচে নিজেদের স্বার্থ উদ্ধার করতে চাই।

সর্বশেষ খবর