শিরোনাম
বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০১৬ ০০:০০ টা

রাজশাহীতে মদপানে আরও দুজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীর চারঘাটে বিষাক্ত চোলাই মদপানে আরও দুজনের মৃত্যু হয়েছে। তারা হলেন উপজেলার গৌরশহরপুর গ্রামের জাহাঙ্গীর আলম (৩৫) ও একই গ্রামের লালন উদ্দিন (৪০)। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল দুপুরে তারা মারা যান। এ নিয়ে চারঘাটে মদপানে মৃতের সংখ্যা হলো ৭ জন। চারঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) নিবারণ চন্দ্র বর্মণ জানান, মঙ্গলবার মদপানে মারা যাওয়া পাঁচজনের গ্রামেই ওই দুজনের বাড়ি। তারাও অন্যদের সঙ্গে মদপান করেছিলেন। এর আগে চারঘাটে পুলিশ একাডেমির পাশে সুইপার কলোনিতে তারা মদ পান করেন। মঙ্গলবার সকালে অসুস্থ হয়ে পড়লে তাদের রামেক হাসপাতালে নেওয়া হয়। সেখানে সুইপার কলোনির অনিল কুমার (৫৫), বোধনী রানী (৭০), জহর লাল (৬৫), গৌরশহরপুর গ্রামের মাহাতাব উদ্দিন (৫৫) ও মোক্তারপুর গ্রামের হেলাল উদ্দিন (৬৫) মারা যান। গতকাল দুপুর দেড়টার দিকে লালন ও জাহাঙ্গীরও মারা গেলেন। চারঘাট থানার ওসি বলেন, আগের দিন মারা যাওয়া পাঁচজনের পাকস্থলিতে বিষাক্ত পদার্থ পাওয়ার কথা জানিয়েছেন ময়নাতদন্তকারী চিকিৎসক। নতুন করে মারা যাওয়া এই দুজনেরও ময়নাতদন্ত করা হচ্ছে। এ ব্যাপারে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থাও নেওয়া হচ্ছে।

সর্বশেষ খবর