বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০১৬ ০০:০০ টা
বিষয় ‘উন্নয়নে নারী’

প্রতিযোগিতার জন্য আলোকচিত্র জমা আজ থেকে

সাংস্কৃতিক প্রতিবেদক

‘উন্নয়নে নারী’ শীর্ষক আলোকচিত্র প্রতিযোগিতা ও প্রদর্শনীর আয়োজন করেছে ইউকেভিত্তিক আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘পেইন্টেড চিলড্রেন’। এ আয়োজনের মিডিয়া পার্টনার দেশের সর্বাধিক প্রচারিত দৈনিক বাংলাদেশ প্রতিদিন। প্রতিযোগিতার আলোকচিত্র জমা নেওয়া হবে আজ থেকে। এ আয়োজন উপলক্ষে গতকাল বিকালে ডিআরইউ মিলনায়তনে এক প্রারম্ভিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বিশেষ অতিথি ছিলেন দৈনিক ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান অ্যাডভোকেট মমতাজ বেগম, বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের সভাপতি নাসিমুন আরা মিনু, জাতীয় প্রেসক্লাবের সাবেক যুগ্ম-সম্পাদক ফরিদা ইয়াসমিন, নাট্যাভিনেতা জয়ন্ত চট্টোপাধ্যায়, একুশে টেলিভিশনের হেড অব নিউজ রাশেদ চৌধুরী, ইউনিভার্সেল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের চেয়ারপারসন প্রীতি চক্রবর্ত্তী।  লিখিত বক্তব্যে জানানো হয়, সদ্য তোলা পাঁচটি আলোকচিত্র www.paintedchildren.co.uk-এ জমা দিয়ে এ প্রতিযোগিতায় অংশ নেওয়া যাবে। এ ক্ষেত্রে শুধু বাংলাদেশে বসবাসরত নাগরিকরাই অংশ নিতে পারবেন। ২১ জুলাই থেকে ২০ আগস্ট পর্যন্ত আলোকচিত্র জমা দেওয়া যাবে। প্রথম বিজয়ী পাবেন ১ লাখ, দ্বিতীয় বিজয়ী ৫০ হাজার ও তৃতীয় বিজয়ী ২৫ হাজার টাকা।

সর্বশেষ খবর