শনিবার, ২৩ জুলাই, ২০১৬ ০০:০০ টা

তিস্তা চুক্তি নিয়ে এবার বাগড়া দিতে চলেছে পশ্চিমবঙ্গ বিজেপি

কলকাতা প্রতিনিধি

বাংলাদেশের সঙ্গে তিস্তার পানিবণ্টন চুক্তি নিয়ে এবার বাগড়া দিতে চলেছে বিজেপির পশ্চিমবঙ্গ শাখা। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংকে লেখা এক চিঠিতে রাজ্য বিজেপি বলেছে, আলোচনা না করে বাংলাদেশের সঙ্গে যেন তিস্তার পানিবণ্টন চুক্তি না করা হয়। পাশাপাশি ভারত সরকারের ‘নাগরিকত্ব বিল’ নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছে দলের তরফে। সংসদের চলতি বর্ষাকালীন অধিবেশনেই এ বিলটি পাস হতে পারে বলে মনে করা হচ্ছে। দলের সিনিয়র নেতা অধ্যাপক (বাংলাদেশ বিষয় সম্পর্কিত গবেষক) মোহিত রায় বলেন, ‘এটা পশ্চিমবঙ্গের স্বার্থের প্রশ্ন। তিস্তার পানিবণ্টন তার মধ্যে একটি। অন্যটি হলো অভিবাসী সমস্যা। আমরা কেন্দ্রীয় সরকারকে আর্জি জানিয়ে বলেছি তিস্তা ইস্যুতে যুক্ত সব পক্ষের সঙ্গে আলোচনা করে তবেই যেন খসড়া চুক্তি করা হয়।’ বিজেপির কেন্দ্রীয় নেতা ও দলের অন্যতম সাধারণ সম্পাদক সিদ্ধার্থ নাথ সিং বলেছেন, ‘নাগরিকত্ব বিল নিয়ে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করেছি। আমরা আশা করছি সংসদের চলতি অধিবেশনেই এ বিলটি পাস করানো যাবে।’ তবে তিস্তার পানিবণ্টন সমস্যা মেটাতে বেশ কিছুটা সময় লাগবে বলে এদিন পরিষ্কার করে দিয়েছেন বিজেপির এই প্রভাবশালী নেতা।

বিজেপির পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানান, ‘হিন্দু শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার জন্য আমরা কেন্দ্রকে আর্জি জানিয়েছি। সরকারেরও উচিত শরণার্থীদের সবকিছু খতিয়ে দেখা (তাদের জাতি, বাংলাদেশ ত্যাগের কারণ ইত্যাদি)। এ বিষয়টি বাস্তবায়ন হওয়ার পর পরবর্তী পদক্ষেপ হিসেবে সরকারের উচিত অনুপ্রবেশকারীদের সে দেশে ফেরত পাঠানো।’

সর্বশেষ খবর