রবিবার, ২৪ জুলাই, ২০১৬ ০০:০০ টা

আখাউড়া-আগরতলা রেল প্রকল্প

আগামী রবিবার ভিত্তিপ্রস্তর স্থাপন

কলকাতা প্রতিনিধি

আগরতলা (ভারত)-আখাউড়া (বাংলাদেশ) প্রস্তাবিত ১৫ কিলোমিটার দীর্ঘ রেল প্রকল্পের আগামী রবিবার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন ভারতের রেলমন্ত্রী সুরেশ প্রভু। গতকাল এ কথা জানিয়েছেন ত্রিপুরার পরিবহনমন্ত্রী মানিক দে।

শুক্রবার ত্রিপুরার জিতেন্দ্র চৌধুরী, শঙ্কর প্রসাদ দত্ত ও ঝর্ণা দাস বৈদ্য— এ তিন সাংসদ দিল্লিতে সুরেশ প্রভুর সঙ্গে দেখা করে আগরতলা-আখাউড়া রেল প্রকল্পের বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

৯৬৮ কোটি রুপি ব্যয়ে এ রেল প্রকল্পটি চূড়ান্ত হয়েছিল ২০১০ সালে। ওই বছরের জানুয়ারিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লি সফরেই দুই দেশের মধ্যে নতুন এ রেল প্রকল্পটি তৈরির বিষয়ে আলোচনা হয়। ভারতের সঙ্গে রেলপথে যোগাযোগ বাড়ানোর উদ্যোগেই হাসিনার ও ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংয়ের মধ্যে এ-সম্পর্কিত একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল।

সর্বশেষ খবর