Bangladesh Pratidin

প্রকাশ : রবিবার, ২৪ জুলাই, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ২৩ জুলাই, ২০১৬ ২৩:৩৬
প্রতিমন্ত্রী চুমকির চাচার ইন্তেকাল
নিজস্ব প্রতিবেদক

মহিলা  ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকির চাচা ও গাজীপুরের কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. শাহাবুদ্দীন (৭৫) ইন্তেকাল করেছেন (ইন্না... রাজিউন)। গতকাল ঢাকার শান্তিনগরে নিজ বাস ভবনে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি দুই পুত্র ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন । তিনি দীর্ঘদিন শ্বাসকষ্ট রোগে ভুগছিলেন। তিনি ঢাকা জেলা আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক ও স্বৈরাচারবিরোধী আন্দোলনে শহীদ ময়েজউদ্দীনের ছোট ভাই। শান্তিনগর কনকর্ড টাওয়ারের সামনে মরহুমের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে গাজীপুরের কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে দ্বিতীয় দফা জানাজা হয়। পরে মরহুমের নিজ গ্রাম উপজেলার নোয়াপাড়ায় বিকালে সর্বশেষ জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এই পাতার আরো খবর
up-arrow