রবিবার, ২৪ জুলাই, ২০১৬ ০০:০০ টা

তাজউদ্দীনের দুর্লভ আলোকচিত্র নিয়ে জন্মদিনের প্রদর্শনী

সাংস্কৃতিক প্রতিবেদক

গতকাল ছিল বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের ৯২তম জন্মদিন। এ উপলক্ষে তাজউদ্দীন আহমদের দুর্লভ আলোকচিত্র নিয়ে গতকাল বিকাল থেকে মাসব্যাপী আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেছে ধানমন্ডির গ্যালারি টোয়েন্টি ওয়ান। প্রধান অতিথি হিসেবে প্রদর্শনীর উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। বিশেষ অতিথি ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক ও ড. কামাল হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন তাজউদ্দীন আহমদের মেয়ে সংসদ সদস্য সিমিন হোসেন রিমি। এ ছাড়া অন্যতম বক্তা ছিলেন ড. কামাল হোসেন।

ইতিহাসের স্মৃতিজাগানিয়া ২৩২টি দুর্লভ আলোকচিত্র দিয়ে সাজনো হয়েছে প্রদর্শনী। রশিদ তালুকদার, আফতাব আহমেদ, মঞ্জুরুল আলম বেগ, গোলাম মাওলা, জহিরুল হক, পাভেল রহমানসহ দেশ-বিদেশের আলোকচিত্রীদের ছবি রয়েছে প্রদর্শনীতে। প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে প্রদর্শনী।

সর্বশেষ খবর