সোমবার, ২৫ জুলাই, ২০১৬ ০০:০০ টা
দুই বিজিবি সদস্য হত্যা মামলা

৫০ জনের বিরুদ্ধে চার্জশিট

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে হেফাজত ইসলামের তাণ্ডবে বিজিবির দুই সদস্য নিহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলায় ৫০ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেছেন জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। ৫৬ জনকে সাক্ষী দেখিয়ে গতকাল নারায়ণগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত বরাবর চার্জশিটটি দাখিল করা হয়েছে। চার্জশিটে নিহত বিজিবি সদস্যদের একটি বুলেট প্রুফ জ্যাকেট, একটি চায়না এসএমজি রাইফেল ও ভেঙে ফেলা দুটি এবং পুড়িয়ে দেওয়া একটি পিকআপ গাড়িসহ ১০টি আলামত দেখানো হয়। চার্জশিটে উল্লেখ করা হয়, রাইফেল, জ্যাকেট ও পিকআপ গাড়িগুলো আদালতের নির্দেশে বিজিবি কর্তৃপক্ষকে বুজিয়ে দেওয়া হয়েছে। কোর্ট পুলিশের পরিদর্শক হাবিবুর রহমান অভিযোগপত্র দাখিলের বিষয়টি নিশ্চিত করে বলেন, নারায়ণগঞ্জ ডিবির এসআই সেলিম মিয়া তদন্ত শেষে আদালতে তা দাখিল করেছেন। মামলার ধার্য তারিখে চার্জশিটটি আদালতে উপস্থাপন করা হলে সেদিন এ বিষয়ে শুনানি হবে। এ মামলায় হেফাজত ইসলাম, বিএনপি ও জামায়াত শিবিরের কোনো গুরুত্বপূর্ণ নেতা-কর্মীর নাম চার্জশিটে নেই। তবে ছাত্রদল নেতা মাসুকুল ইসলাম রাজিব, রশিদুর রহমান রশু ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সদস্য সচিব অধ্যাপক মামুন মাহমুদকে অভিযুক্ত করা হয়েছে। এ ছাড়া ৫০ আসামির মধ্যে একজন সিদ্ধিরগঞ্জ মাদানীনগর মাদ্রাসার মোয়াজ্জিম মুফতি বশির উল্লাহকে পলাতক দেখানো হয়েছে। অন্যদের গ্রেফতার দেখিয়েছে তদন্তকারী কর্মকর্তা। ঢাকা পিলখানার ৪৮ বর্ডারগার্ড ব্যাটালিয়ন সুবেদার আলী হোসেন বাদী হয়ে ২০১৩ সালের ৬ মে সিদ্ধিরগঞ্জ থানায় অজ্ঞাত আসামি করে একটি মামলা দায়ের করেন। তার মামলায় উল্লেখ করেন, ৬ মে ভোর ৫টায় নায়েক সুবেদার শাহ আলমের নেতৃত্বে ৬টি পিকআপ যোগে ৬২ জন সদস্য দুই ভাগে সিদ্ধিরগঞ্জে আসেন। এর একটির নেতৃত্বে ছিলেন সুবেদার শাহ আলম আর অপরটির নেতৃত্বে ছিলেন মামলার বাদী সুবেদার আলী হোসেন। ভোর পৌনে ৬টায় মাইকে ঘোষণা দিয়ে হেফাজত ইসলাম, বিএনপি ও জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা পুলিশ-বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলা চালায়। এ সময় তাদের হামলায় নায়েক সুবেদার শাহ আলম ও সিপাহি লাভলুর মৃত্যু হয়। এরপর বিক্ষোভকারীরা তাদের দুটি পিকআপ ভাঙচুর করে একটি পিকআপে আগুন ধরিয়ে দেয়। ছিনিয়ে নেয় একটি এসএমজি রাইফেল। পরে সেটি ম্যাগাজিন ছাড়া উদ্ধার করা হয়।

সর্বশেষ খবর