সোমবার, ২৫ জুলাই, ২০১৬ ০০:০০ টা
বাংলাদেশ প্রতিদিনে খবর

পঞ্চগড়ে চা চাষিদের দাবি মেনে নিলেন কারখানা মালিকরা

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ে চা চাষিদের দাবি মেনে নিয়েছেন কারখানা মালিকরা। দাবি অনুযায়ী, কাঁচা চা পাতার নতুন মূল্য নির্ধারণও করা হয়েছে। চা চাষিদের দাবির মুখে গত বৃহস্পতিবার জেলা পরিষদ প্রশাসকের কার্যালয়ে চা চাষি নেতা এবং কারখানা মালিকদের নিয়ে এক সভায় এ সিদ্ধান্ত হয়। নতুন মূল্য নির্ধারণ করার পর উত্তরবঙ্গ স্মল টি ওনার্স অ্যাসোসিয়েশনের কার্যকরী সদস্য কাজী আনিস জানান, চাষিদের দাবি মেনে নিয়েছেন কারখানা মালিকরা। উত্তরবঙ্গ স্মল টি ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবদুল জব্বার বলেন, এখন থেকে ২৪ টাকা কেজি দরে কাঁচা চা পাতা কিনবেন কারখানা মালিকরা। খারাপ চা পাতা হিসেবে কেজি প্রতি ১২ ভাগ কাটবেন তারা। চা চাষিদের সঙ্গে ভালো আচরণের প্রতিশ্রুতি দিয়েছেন মালিকরা।

প্রসঙ্গত, প্রতি কেজি কাঁচা চা পাতা থেকে খারাপ চা পাতা হিসেবে ১২ ভাগের দাম কৃষককে না দেওয়ার উদ্যোগ এবং প্রতি কেজি কাঁচা চা পাতার মূল্য ২৪ টাকা নির্ধারণ করা হলে ক্ষোভ ছড়িয়ে পড়েছিল চা চাষিদের মধ্যে। গত ১৬ জুলাই বাংলাদেশ প্রতিদিনে এ বিষয়ে একটি রিপোর্ট প্রকাশ হয়। পরদিন এ বিষয়ে সম্পাদকীয়ও লেখা হয়। এরপর টনক নড়ে মালিক পক্ষের।

সর্বশেষ খবর