সোমবার, ২৫ জুলাই, ২০১৬ ০০:০০ টা

প্রকাশিত সংবাদ প্রসঙ্গে

গত ১৭ জুলাই দৈনিক বাংলাদেশ প্রতিদিনে ‘অনুমোদন ছিল না হলি আর্টিজানের’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনের একাংশের প্রতিবাদ জানিয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ঢাকা মেট্রো উপ-অঞ্চলের উপ-পরিচালক মুকুল জ্যোতি চাকমা। তিনি বলেছেন, গুলশান জোনের মাদক কর্মকর্তাকে ম্যানেজ করে সেখানে অননুমোদিত হোটেল-বার পরিচালনার তথ্যটি আদৌ সঠিক নয়। মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের সাংগঠনিক কাঠামো অনুযায়ী ‘গুলশান জোনে সহকারী পরিচালক’ বলতে কোনো পদ নেই।

প্রতিবেদকের বক্তব্য : জঙ্গি হামলার শিকার হলি আর্টিজান বেকারিটি সম্পূর্ণ অনুমোদনহীন থাকা সত্ত্বেও সেখানে রাতদিন অবাধে মাদক কেনাবেচা ও সেবন চলতো।  মাদক সেবনকে ঘিরে প্রতি রাতেই অভিজাত ও কূটনৈতিক এলাকা খ্যাত গুলশানে নানারকম অপ্রীতিকর ঘটনাও ঘটে থাকে। এর আগে একাধিক গোয়েন্দা সংস্থার প্রতিবেদনেও গুলশান-বনানীর যত্রতত্র মাদকের খোলা বাজার জমে ওঠা নিয়ে অভিযোগ তোলা হয়। সেসব প্রতিবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়েও জমা রয়েছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর