সোমবার, ২৫ জুলাই, ২০১৬ ০০:০০ টা

মীর কাসেমের রিভিউ শুনানি আজ

নিজস্ব প্রতিবেদক

একাত্তরে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মীর কাসেম আলীর রিভিউ আবেদনের বিষয়ে আজ শুনানি অনুষ্ঠিত হবে। গত ২১ জুন চেম্বার আদালত শুনানির জন্য এই দিন ধার্য করেন। আপিল বিভাগের আজকের কার্যতালিকায় রিভিউ আবেদনটি ৬৩ নম্বরে রয়েছে। গতকাল সুপ্রিমকোর্টের ওয়েবসাইটে এই কার্যতালিকা প্রকাশিত হয়। এদিকে রিভিউর শুনানিতে প্রস্তুতির জন্য দুই মাসের সময় চেয়ে আবেদন করেছে আসামিপক্ষ। এ বিষয়ে মীর কাসেমের ছেলে ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম বাংলাদেশ প্রতিদিনকে বলেন, এ মামলার অভিযোগ গঠনের আদেশে ভুল ছিল বলে আপিল বিভাগের রায়ে বলা হয়েছে।

 সে বিষয়ে প্রস্তুতি নেওয়ার জন্য আমরা দুই মাস সময় চেয়ে শুনানি মুলতবির আবেদন করেছি।

গত ১৯ জুন মৃত্যুদণ্ড পুনর্বিবেচনা চেয়ে আপিল বিভাগে রিভিউ আবেদন করেন মীর কাসেম। রিভিউ আবেদনে মীর কাসেমের খালাস চাওয়া হয়। আসামিপক্ষের রিভিউ আবেদনের পর রাষ্ট্রপক্ষ শুনানির তারিখ ধার্য চেয়ে আপিল বিভাগে আবেদন করে। ৮ মার্চ মানবতাবিরোধী অপরাধের দায়ে মীর কাসেম আলীর মৃত্যুদণ্ড বহাল রাখেন আপিল বিভাগ। ২০১৪ সালের ২ নভেম্বর তাকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায়ের বিরুদ্ধে তিনি সুপ্রিমকোর্টে আপিল করেন।

সর্বশেষ খবর