সোমবার, ২৫ জুলাই, ২০১৬ ০০:০০ টা

বিচার ব্যবস্থা প্রভাবিত হয়

——— অ্যাডভোকেট জয়নুল

নিজস্ব প্রতিবেদক

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা সব মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। গতকাল সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে আইনজীবী ফোরাম এ দাবি জানায়। ফোরামের সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেন, আইনমন্ত্রীর বক্তব্যে প্রমাণিত হয়েছে বাংলাদেশের বিচার ব্যবস্থা প্রভাবিত হয়। তারেক রহমান যথাসময়ে এ রায়ের বিরুদ্ধে আপিল করবেন। বাংলাদেশে মামলায় ১৭ বছর পরেও উচ্চ আদালতে আপিল হয়েছে। সেই আপিল গৃহীত হয়েছে। নিম্ন আদালতের বিচারককে প্রভাবিত করে তারেক রহমান দুর্নীতির মামলায় খালাস পেয়েছিলেন বলে আইনমন্ত্রীর দেওয়া বক্তব্যের প্রতিবাদ জানান তিনি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আইনজীবী ফোরামের সুপ্রিমকোর্ট শাখার সভাপতি জয়নুল আবেদীন, সম্পাদক বদরুদ্দোজা বাদল, সানাউল্লাহ মিয়া, জামিল আখতার এলাহী, কায়সার কামাল প্রমুখ।

 সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ফোরামের কেন্দ্রীয় কমিটির মহাসচিব ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন বলেন, বিচারক নিয়োগ দিয়েছিল আইন মন্ত্রণালয়। তাহলে একজন বিরোধীদলীয় নেতা কীভাবে সুদূর লন্ডনে বসে মামলা প্রভাবিত করেন তা বোধগম্য নয়। জাতির কাছেও বিশ্বাসযোগ্য নয়। খোকন আরও বলেন, মন্ত্রী হওয়ার আগে দুদকের এ মামলাটি একসময় পরিচালনা করেছিলেন বর্তমান আইনমন্ত্রী আনিসুল হক। তিনি আইনমন্ত্রী হওয়ার পর বিচারক, পিপি সব নিয়োগ করেছেন। রায় তাদের পক্ষে গেলে নিরপেক্ষ আর বিপক্ষে গেলে প্রভাবিত। যখন আইনমন্ত্রী বলেন বিচারক প্রভাবিত হয়, তখন বিচার ব্যবস্থার করুণ অবস্থা অনুমেয়।

সর্বশেষ খবর