সোমবার, ২৫ জুলাই, ২০১৬ ০০:০০ টা

বিএনসিসির জঙ্গিবাদ বিরোধী র‌্যালি

বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) আয়োজিত দেশব্যাপী সব বিভাগীয় শহরে শনিবার সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী র‌্যালি অনুষ্ঠিত হয়। মানিক মিয়া এভিনিউ থেকে শুরু হয়ে ধানমন্ডি-৩২-এ গিয়ে র‌্যালিটি শেষ হয়। র‌্যালিতে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, বিএনসিসির কর্মকর্তারা ছাড়াও রমনা রেজিমেন্টের আওতাধীন ঢাকা, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, টাঙ্গাইল, নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জের ১০৪টি স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের কয়েক হাজার ক্যাডেট অংশ নেয়। র‌্যালির নেতৃত্ব দেন বিএনসিসির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম ফেরদৌস। তিনি জঙ্গিবাদের বিরুদ্ধে একযোগে রুখে দাঁড়াতে বিএনসিসি ক্যাডেটদের শপথবাক্য পাঠ করান। র‌্যালির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিএনসিসির রমনা রেজিমেন্ট কমান্ডার লে. কর্নেল এস এম সালাহউদ্দিন।— আইএসপিআর।

সর্বশেষ খবর