সোমবার, ২৫ জুলাই, ২০১৬ ০০:০০ টা

মেডিকেল শাখা ছাত্রলীগের কমিটি

নিজস্ব প্রতিবেদক

ঢাকায় অবস্থিত সব মেডিকেল কলেজের সমন্বয়ে জেলা ইউনিট মর্যাদায় ঢাকা চিকিৎসাবিজ্ঞান নামের নতুন একটি ইউনিটের আংশিক কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। উপজেলা মর্যাদায় ঘোষণা করা হয়েছে আরও তিনটি ইউনিট কমিটি। ঘোষিত ইউনিটগুলো হলো— ঢাকা মেডিকেল কলেজ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগ। একই সঙ্গে এই তিনটি মেডিকেল কলেজের অধীনস্থ শিক্ষাপ্রতিষ্ঠান ও হলসমূহেরও নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। গঠনতন্ত্র অনুযায়ী ঘোষিত এসব কমিটির মেয়াদ এক বছর। গতকাল ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন স্বাক্ষরিত দফতর সম্পাদক দেলোয়ার হোসেন শাহজাদার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, শরীফ ইসলামকে সভাপতি ও পার্থ সারথী দাসকে সাধারণ সম্পাদক মনোনীত করে ছয় সদস্যের ঢাকা চিকিৎসাবিজ্ঞান জেলা শাখা ছাত্রলীগের কমিটি অনুমোদন দেওয়া হলো। উপজেলা মর্যাদায় রায়হান ইসহাককে সভাপতি ও আশিকুর রহমান আকাশকে সাধারণ সম্পাদক করে চার সদস্যের ঢাকা মেডিকেল কলেজ এবং এর অধীনস্থ শহীদ ডা. ফজলে রাব্বী হল, শহীদ ডা. আলীম হল ও শহীদ ডা. মিলন হলের কমিটি ঘোষণা করা হয়েছে। এ ছাড়া মোখলেসুর রহমান শাহীনকে আহ্বায়ক করে ঢাকা নার্সিং কলেজে চার সদস্যের আহ্বায়ক কমিটি দেওয়া হয়। রাতুল শিকদারকে সভাপতি ও অচিন্ত্য কুমার কীর্তনিয়াকে সাধারণ সম্পাদক করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও এর অধীনস্থ প্রধান ছাত্রাবাস, আলাউদ্দিন হোস্টেল, ডেন্টাল হোস্টেল ও রোমানা ছাত্রী হোস্টেলের আংশিক কমিটি এবং শাকিল হোসাইনকে সভাপতি ও সালেহ মোহাম্মদ আতিককে সাধারণ সম্পাদক করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও এর অধীনস্থ ডেন্টাল ইউনিট, মেডিকেল কলেজ ছাত্রাবাস ও ছাত্রী নিবাস শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। 

সর্বশেষ খবর