বুধবার, ২৭ জুলাই, ২০১৬ ০০:০০ টা

জঙ্গি আতঙ্কে দুই পুরোহিতের দেশ ত্যাগ

ঝিনাইদহ প্রতিনিধি

নিরাপত্তাহীনতার অজুহাতে ঝিনাইদহের দুই পুরোহিত দেশ ত্যাগ করেছেন। তারা হলেন শৈলকুপার মঠবাড়ি কালীমন্দিরের পুরোহিত সোনা সাধু এবং রামগোপাল মন্দিরের পুরোহিত স্বপন চক্রবর্তী। ঝিনাইদহে হিন্দু পুরোহিত আনন্দ গোপাল গাঙ্গুলী এবং সেবায়েত শ্যামানন্দ দাস খুনের পর বিভিন্ন মন্দিরে নিরাপত্তা বাড়ানো হলেও আতঙ্ক তাদের পিছু ছাড়ছে না। তারপর ঝিনাইদহের সোনালী পাড়ার একটি ভাড়া মেসে গুলশান হত্যাকাণ্ডের অন্যতম নায়ক জঙ্গি নিবরাস ওরফে সাঈদ ও খালাতো ভাই পরিচয়দানকারী কিশোরগঞ্জের শোলাকিয়ায় নিহত জঙ্গি আবিরসহ ৭ জঙ্গি অবস্থান নেওয়ার কথা প্রচার হওয়ার পর থেকে হিন্দু সম্প্রদায়ের পুরোহিত-সেবায়েতদের মধ্যে চরম আতঙ্ক দেখা দেয়। এরপর থেকে পূজা-অর্চনার জন্য মন্দিরে যেতে ভয় পাচ্ছেন তারা।

এ ঘটনায় রামগোপাল মন্দিরের সভাপতি কালাচান সাহার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, দুই হত্যাকাণ্ডের পর তাদের মন্দিরের পুরোহিত অন্য একজনকে দায়িত্ব দিয়ে ভারত চলে গেছেন। পরিস্থিতি স্বাভাবিক হলে তিনি ফিরতে পারেন বলে জানিয়ে গেছেন। অন্যদিকে মঠবাড়ি কালীমন্দিরের পুরোহিত প্রতাপ চন্দ্র সাহা জানান, পুলিশের পক্ষ থেকে পুরোহিত স্বপন চক্রবর্তীকে সতর্ক থাকার কথা বলার পর তিনি আতঙ্কে দেশ ত্যাগ করেন।

 অবস্থা ভালো হলে ফিরবেন বলে জানান।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর