বুধবার, ২৭ জুলাই, ২০১৬ ০০:০০ টা

বিল্ডিং কোড অমান্যকারীদের তালিকা হচ্ছে : গণপূর্তমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেছেন, রাজধানীতে বিল্ডিং কোড অমান্য করে যেসব বিল্ডিং নির্মাণ করা হয়েছে সেগুলোর তালিকা প্রণয়নের কাজ শুরু হয়েছে। তিন মাসের মধ্যে তালিকা প্রস্তুতের কাজ সম্পন্ন করা হবে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশনে গতকাল প্রশ্নোত্তর পর্বে স্বতন্ত্র সদস্য মো. রুস্তম আলী ফরাজীর প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান। মেজর জেনারেল (অব.)  মোহাম্মদ সুবিদ আলী ভুঁইয়ার প্রশ্নের জবাবে গৃহায়ণমন্ত্রী বলেন, রাজউকের আওতাধীন এলাকা সম্প্রসারণের কোনো পরিকল্পনা বর্তমানে  নেই। তবে ইতিমধ্যে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এবং তারাবো ও সাভার পৌরসভা এবং কালীগঞ্জ ও সোনারগাঁও উপজেলার অংশ বিশেষ রাজউকের আওতাধীন এলাকায় অন্তর্ভুক্ত হয়েছে। সরকারি নীতিমালা অনুযায়ী সাংবাদিকদের প্লট-ফ্ল্যাট বরাদ্দের ক্ষেত্রে কোটা সংরক্ষিত রয়েছে।

 মোহাম্মদ সুবিদ আলী ভুঁইয়ার অপর প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান। সাংবাদিকদের জন্য নতুন করে সাংবাদিক পল্লী গড়ে তোলার কোনো পরিকল্পনা সরকারের আপাতত নেই। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন উন্নয়ন কর্তৃপক্ষ এবং জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের বাস্তবায়নকৃত বিভিন্ন আবাসিক প্রকল্পে সরকারি নীতিমালা অনুযায়ী সাংবাদিকদের প্লট-ফ্ল্যাট বরাদ্দের ক্ষেত্রে  কোটা সংরক্ষিত রয়েছে। মো. সিরাজুল ইসলাম মোল্লার এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, গৃহায়ণ কর্তৃপক্ষ পর্যায়ক্রমে সারা দেশে হাউজিং প্রকল্প গ্রহণ করবে। স্থানীয় জনগণের চাহিদা, এমপিদের অভিপ্রায় এবং সমীক্ষায় উপযোগী প্রতীয়মান হলে নিষ্কণ্টক জমি পাওয়া গেলে নরসিংদীতে স্বল্প আয়ের ও সর্বস্তরের মানুষের জন্য প্লট উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হবে। সংরক্ষিত আসনের মহিলা সদস্য অ্যাডভোকেট নাভানা আক্তারের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, শরীয়তপুরে একটি আবাসিক প্লট উন্নয়ন প্রকল্প সমাপ্ত হয়েছে। এ প্রকল্পে ১৩০টি আবাসিক প্লট বরাদ্দ দেওয়া হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর