বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০১৬ ০০:০০ টা

আসলাম চৌধুরীসহ দুজন শ্যোন অ্যারেস্ট

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

বেসরকারি একটি ব্যাংকের সোয়া তিনশ কোটি টাকা আত্মসাতের মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীসহ দুজনকে শ্যোন অ্যারেস্ট দেখানো হয়েছে। এই গ্রেফতার দেখানোর জন্য গতকাল দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদন মঞ্জুর করে আদালত। তাদের জামিন আবেদন নাকচ করে দেওয়া হয়। চট্টগ্রাম মহানগর হাকিম আবু ছালেম মোহাম্মদ নোমান এ আদেশ দেন। শ্যোন অ্যারেস্ট দেখানো আরেকজন হলেন আরব-বাংলাদেশ (এবি) ব্যাংকের সাবেক উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি, হেড অব ক্রেডিট) বদরুল হক খান। দুদকের পিপি অ্যাডভোকেট ছানোয়ার আহমেদ লাবলু বলেন, আসলাম চৌধুরী এবং বদরুল হক খান ভিন্ন মামলায় কারাগারে আছেন। দুদকের পক্ষ থেকে তাদের অর্থ আত্মসাতের মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেছিলাম। আদালত সেটা মঞ্জুর করেছে। বিকালে তারা জামিনের আবেদন জানিয়েছিলেন। শুনানি শেষে আদালত সেটা নাকচ করে দিয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এবি ব্যাংকের চট্টগ্রামের আগ্রাবাদ শাখা থেকে নিজের ব্যবসা প্রতিষ্ঠান রাইজিং স্টিল লিমিটেডের নামে ৩২৫ কোটি ৭৬ লাখ ৩০ হাজার ৯৫৫ টাকা ঋণ নিয়ে আত্মসাতের অভিযোগে বিএনপি নেতা আসলাম চৌধুরীসহ ছয়জনের বিরুদ্ধে গত ১৬ জুলাই মামলাটি দায়ের করেছিলেন দুদকের উপ-সহকারী পরিচালক মানিকলাল দাশ।

 মামলার অন্য আসামিরা হলেন— আসলামের দুই ভাই রাইজিং স্টিল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আমজাদ হোসেন চৌধুরী ও পরিচালক জসিম উদ্দিন চৌধুরী, আসলামের স্ত্রী ও চেয়ারম্যান জামিলা নাজনীন মাওলা, বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক (জিএম, হিসাব ও অডিট) ও এবি ব্যাংকের সাবেক উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি, হেড অব ক্রেডিট) বদরুল হক খান ও এবি ব্যাংকের সাবেক এমডি এম ফজলুর রহমান।

সর্বশেষ খবর