শুক্রবার, ২৯ জুলাই, ২০১৬ ০০:০০ টা

আজ বিএফইউজে সভাপতি পদে উপনির্বাচন

নিজস্ব প্রতিবেদক

আজ বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের সভাপতি পদে উপনির্বাচন। এতে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনজন— অশোক চৌধুরী, আবদুল জলিল ভুঁইয়া ও মনজুরুল আহসান বুলবুল। ভোটগ্রহণ চলবে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। মাঝখানে বেলা ১টা থেকে ২টা পর্যন্ত বিরতি। উপনির্বাচন স্থগিত করে ২৪ জুলাই চট্টগ্রামের ১ম শ্রমিক আদালত প্রদত্ত আদেশ গতকাল হাইকোর্ট ৩ মাসের জন্য স্থগিত ঘোষণা করে। এর ফলে আজ ভোটগ্রহণে কোনো আইনি বাধা থাকল না। একটি রিটে প্রাথমিক শুনানি শেষে বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথ সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দিয়েছেন। ভোটার তালিকা ত্রুটিপূর্ণ দাবি করে কক্সবাজারের দুই সাংবাদিকের করা এক আবেদনের পরিপ্রেক্ষিতে চট্টগ্রামের প্রথম শ্রম আদালতের চেয়ারম্যান কাজী শাহীনা নিগার এই নির্বাচন স্থগিতের আদেশ দিয়েছিলেন। নিম্ন আদালতের ওই আদেশের বিরুদ্ধে হাইকোর্টে রিট করেন নির্বাচন পরিচালনা কমিটির  চেয়ারম্যান সাংবাদিক আবু তাহের। রিটের পক্ষে শুনানি করেন সিনিয়র অ্যাডভোকেট এ এম আমিন উদ্দিন। সঙ্গে ছিলেন অ্যাডভোকেট এম টি হাসান। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল সমরেন্দ্র নাথ বিশ্বাস। অ্যাডভোকেট এ এম আমিন উদ্দিন বলেন, নির্বাচনের ওপরে চট্টগ্রামের আদালতের দেওয়া স্থগিতাদেশ হাইকোর্ট তিন মাসের জন্য স্থগিত করেছে। ফলে ২৯ জুলাই (আজ) নির্বাচন অনুষ্ঠিত হতে কোনো বাধা নেই। হাইকোর্ট বেঞ্চ আজ শুক্রবার অনুষ্ঠেয় নির্বাচন স্থগিতের আদেশ কেন বেআইনি ঘোষণা করা হবে না— তা জানতে চেয়ে রুলও জারি করেছে।

এর আগে ২৬ জুন বিএফইউজের সভাপতি পদে উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। বিএফইউজে সভাপতি আলতাফ মাহমুদের মৃত্যুতে সভাপতি পদ শূন্য হয়। তাই ২৬ জুন উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।

সর্বশেষ খবর