শুক্রবার, ২৯ জুলাই, ২০১৬ ০০:০০ টা

সরকারের সব স্তরে স্বচ্ছতা থাকলে দুর্নীতি কমবে

--------- প্রধান তথ্য কমিশনার

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. মো. গোলাম রহমান বলেছেন, সরকারের সব স্তরে স্বচ্ছতা থাকলে দেশে দুর্নীতি কমে যাবে। সরকারের মধ্যে স্বচ্ছতা ও জবাবদিহিতা আনতে জনগণ তথ্য অধিকার আইনের সহায়তা নিতে পারে।

গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে টেলিভিশন ও চলচ্চিত্র অধ্যয়ন বিভাগের উদ্যোগে আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা বলেন। ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনের মুজাফ্ফর আহমেদ চৌধুরী মিলনায়তনে ‘তথ্য অধিকার আইন কী এবং কেন’ শীর্ষক এই সেমিনারে বক্তব্য রাখেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, টেলিভিশন ও চলচ্চিত্র অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এ জে এম শফিউল আলম ভূইয়া, তথ্য কমিশনার অধ্যাপক ড. খুরশিদা বেগম, তথ্য কমিশনের পরিচালক জাফর রাজা চৌধুরী প্রমুখ।  অধ্যাপক গোলাম রহমান আরও বলেন, তথ্যের অভাবে এক সময় দেশে সার্বিক উন্নয়ন ব্যাহত হয়েছে। কিন্তু বর্তমানে তথ্য অধিকার আইনের মাধ্যমে তথ্যপ্রাপ্তির মধ্য দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে। আমাদের ভিতরে তথ্য লুকিয়ে রাখার সংস্কৃতি রয়েছে। যেহেতু এ দেশের মালিক জনগণ তাই তথ্যকে লুকিয়ে রাখা এখন আর সম্ভব নয়। তবে আইন থাকলেই হবে না, এর প্রায়োগিক দিকটা বিবেচনা করতে হবে।

সর্বশেষ খবর