রবিবার, ৩১ জুলাই, ২০১৬ ০০:০০ টা

বুলবুলসহ সাংবাদিক নেতাদের দাবি, ডেসটিনি এমডির মুক্তি চাই

নিজস্ব প্রতিবেদক

বুলবুলসহ সাংবাদিক নেতাদের দাবি, ডেসটিনি এমডির মুক্তি চাই

ডেসটিনি’র ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমীনের মুক্তি দাবিতে গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালিত হয় —বাংলাদেশ প্রতিদিন

মাল্টি লেভেল মার্কেটিং কোম্পানি (এমএলএম) ডেসটিনি’র ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল আমীনের মুক্তি দাবি করে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) নব নির্বাচিত সভাপতি মনজুরুল আহসান বুলবুল বলেছেন, একটি স্বার্থান্বেষী মহল ডেসটিনির সম্পদ লুটেপুটে খাচ্ছে। তিনি গতকাল সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে দৈনিক ডেসটিনি আয়োজিত এক মানববন্ধনে বক্তৃতাকালে এ দাবি জানান। অনুষ্ঠানের বক্তারা বলেন, রফিকুল আমীনকে বিনা বিচারে দীর্ঘদিন কারাগারে আটকে রেখে নির্যাতন করা হচ্ছে। এর ফলে ডেসটিনির মালিকানাধীন বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা বেতনের অভাবে অবর্ণনীয় দুঃখকষ্টে দিনাতিপাত করছেন। এ জন্য বক্তারা অবিলম্বে ডেসটিনি এমডির মুক্তি দাবি করেন। মানববন্ধনে অংশ নেন বিএফইউজে’র মহাসচিব ওমর ফারুক, ডিইউজের সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী, সাইফুল ইসলাম, মফিদা আকবর, মোস্তফা হোসেন চৌধুরীসহ  দৈনিক ডেসটিনি ও বৈশাখী টেলিভিশনের কর্মীরা।

সর্বশেষ খবর