রবিবার, ৩১ জুলাই, ২০১৬ ০০:০০ টা

বাংলা ভাষায় ইসলাম প্রচারে মুহিউদ্দীন খান ছিলেন পথিকৃৎ

নিজস্ব প্রতিবেদক

বাংলা ভাষায় ইসলামের শিক্ষা প্রচারে মুহিউদ্দীন খান ছিলেন পথিকৃৎ। বাংলা ভাষায় তাফসিরে মাআরেফুল কুরআন অনুবাদ, ইসলামের আমল আকিদা প্রচারের জন্য মাসিক মদীনা, রসুলুল্লাহ (সা.) এর জীবনী বা সিরাত চর্চা, বাংলা ভাষায় ইসলামের বিভিন্ন পুস্তক প্রকাশের মাধ্যমে তিনি ইসলামের দাওয়াতি কাজে নিজের জীবনকে উৎসর্গ করেছিলেন। ‘দ্বীনি দাওয়াত ও সাহিত্য সাংবাদিকতায় মাসিক মদীনা সম্পাদক আল্লামা মুহিউদ্দীন খান (রহ.) শীর্ষক আলোচনাসভা ও দোয়া মাহি্ফলে বক্তারা এ অভিমত ব্যক্ত করেন। ইসলামী পত্রিকা পরিষদ বাংলাদেশ জাতীয় প্রেসক্লাবের হল রুমে মাহফিলের আয়োজন করে। সংগঠনের সভাপতি মুফতি আবুল হাসান শামসাবাদীর সভাপতিত্বে আলোচনায় অংশ নেন, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবদুল লতিফ নেজামী, খেলাফত আন্দোলন মহাসচিব মাওলানা জাফরুল্লাহ খান, খেলাফত মজলিসের মহাসচিব অধ্যাপক আহমদ আবদুল কাদের, ইসলামী আন্দোলনের সিনিয়র যুগ্ম মহাসচিব অধ্যাপক হাফেজ মাওলানা এটিএম হেমায়েত উদ্দীন, জমিয়তে উলামায়ে ইসলামের নায়েবে আমির মাওলানা আবদুর রব ইউসূফী, দৈনিক প্রথম আলোর ধর্মীয় উপদেষ্টা মাওলানা শেখ মুহাম্মদ উতমান গনি, প্রফেসর ড. মুহাম্মদ ইসমাইল হোসেন, আলহাজ মোস্তফা মঈন উদ্দীন খান প্রমুখ।

সর্বশেষ খবর