সোমবার, ১ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

রাজস্ব আয়ে এগিয়ে ঢাকা পশ্চিম ভ্যাট

নিজস্ব প্রতিবেদক

সুশাসন প্রতিষ্ঠার সঙ্গে রাজস্ব আয়ে পাল্লা দিয়ে এগিয়ে যাচ্ছে ঢাকা পশ্চিম কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট। তীব্র জনবল সংকটের পরও জবাবদিহিতা ও সুষ্ঠু তদারকিতে ‘জব ডায়েরি’ চালুর মাধ্যমে প্রতিষ্ঠানটি ভ্যাট প্রশাসনে সুশাসন স্থাপনের দৃষ্টান্ত দেখিয়েছে। ফলে বিদায়ী ২০১৫-১৬ অর্থবছরে লক্ষ্যমাত্রার চেয়ে ৫৩ কোটি টাকা বেশি ভ্যাট আদায় হয়েছে। গতকাল রাজধানীর মিরপুর-১১-তে ঢাকা পশ্চিম কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন প্রতিষ্ঠানটির কমিশনার মতিউর রহমান। তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে বলেন, ঢাকা পশ্চিম ভ্যাট কমিশনারেটের অধীনে ৭৭ হাজার ৫৮৭টি প্রতিষ্ঠানের নিবন্ধন থাকলেও, রিটার্ন জমা দিয়েছে প্রায় ১১ হাজার প্রতিষ্ঠান। আর যে ৬০ হাজারের অধিক প্রতিষ্ঠান রিটার্ন দাখিল করেনি, তাদের শোকজ করা হয়েছে। এই শোকজ প্রক্রিয়া শেষে প্রায় ১৫ হাজার প্রতিষ্ঠানের ‘ব্যবসা শনাক্তকরণ নম্বর—বিআইএন’ লক করা হয়েছে।

সর্বশেষ খবর