সোমবার, ১ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

আবদুর রাজ্জাকের জন্মদিন আজ

নিজস্ব প্রতিবেদক

আবদুর রাজ্জাকের জন্মদিন আজ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, সাবেক মন্ত্রী প্রয়াত জননেতা আবদুর রাজ্জাকের জন্মদিন আজ। তিনি ১৯৪২ সালের ১ আগস্ট শরীয়তপুরের ডামুড্যা উপজেলার দক্ষিণ ডামুড্যা গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম ইমাম উদ্দিন ও মা বেগম আকফাতুন্নেছা। তিনি ১৯৫৮ সালে ডামুড্যা মুসলিম উচ্চবিদ্যালয় থেকে এসএসসি ও ১৯৬০ সালে ঢাকা কলেজ থেকে এইচএসসি পাস করেন এবং ১৯৬৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স এবং পরে মাস্টার্স পাস করেন। ১৯৬৭ সালে এলএলবি পাস করার পর ১৯৭৩ সালে আইনজীবী হিসেবে বার কাউন্সিলে নিবন্ধিত হন। আবদুর রাজ্জাক স্কুল জীবনে ছাত্র রাজনীতিতে যোগ দেন। তখন থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাহচর্যে ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতৃত্বে স্বাধীনতা সংগ্রাম, মুক্তিযুদ্ধের সাংগঠনিক কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, প্রেসিডিয়াম সদস্যসহ বিভিন্ন পদে থেকে দায়িত্ব পালন করেছেন। মুক্তিযুদ্ধে তিনি মুজিব নগর সরকারের কর্মকাণ্ডে অসামান্য অবদান রাখেন।

সর্বশেষ খবর