মঙ্গলবার, ২ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

বন্ধুত্ব জোরালো করতে চায় চীন

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের সঙ্গে বিদ্যমান ‘সম্পর্ক ও বন্ধুত্ব’ আরও জোরালো করতে চায় চীন। এ ব্যাপারে দ্বিপক্ষীয় সম্পর্ককে সুদৃঢ় করতে সৌহার্দপূর্ণ পরিবেশ সৃষ্টির পন্থা নিয়ে আলোচনা চলছে। গতকাল পররাষ্ট্র সচিব মো. শহীদুল হকের সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠক করেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত মা মিং কিয়াং। সেগুনবাগিচায় পররাষ্ট্র সচিবের দফতরে বৈঠক শেষে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের রাষ্ট্রদূত বলেন, দুই দেশের বন্ধুত্বকে কীভাবে আরও সুদৃঢ়, আমাদের সম্পর্কে আরও উন্নত এবং দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও শক্তিশালী করার অনুকূল পরিবেশ সৃষ্টির বিষয়ে আমরা আলোচনা করেছি। চীনের প্রেসিডেন্ট শি জিন পিংয়ের ঢাকা সফরের বিষয়ে জানতে চাইলে রাষ্ট্রদূত বলেন, এটি আলোচনার পর্যায়ে রয়েছে। আগামী মাসে চীনের একজন ভাইস মিনিস্টার ঢাকা আসছেন। রাষ্ট্রদূত তার নাম প্রকাশ না করে বলেন, বিভিন্ন পর্যায়ে প্রতিনিয়ত সফর হচ্ছে। পররাষ্ট্র সচিবের সঙ্গে সুনির্দিষ্ট কোনো বিষয়ে আলোচনা হয়েছে কি-না জানতে চাইলে রাষ্ট্রদূত প্রায় সব বিষয় নিয়েই আলোচনা হয়েছে বলে জানান।

সর্বশেষ খবর