মঙ্গলবার, ২ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

৬ বিলে রাষ্ট্রপতির সম্মতি

নিজস্ব প্রতিবেদক

বিচারপতিদের বেতন ভাতা বৃদ্ধি সংক্রান্ত বিলসহ ৬টি বিলে সম্মতি দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। গতকাল যে বিলগুলোতে স্বাক্ষর করেন রাষ্ট্রপতি সেগুলি হচ্ছে— বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ বিল- ২০১৬, রেলওয়ে সম্পত্তি (অবৈধ দখল উদ্ধার) বিল-২০১৬, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিল-২০১৬, পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) বিল-২০১৬, চা বিল-২০১৬ এবং সুপ্রিম কোর্ট জাজেস (রিম্যুনিরেশন অ্যান্ড প্রিভিলেজ) (অ্যামেন্ডমেন্ট) বিল-২০১৬। এর ফলে আজ থেকে এগুলো আইন হিসেবে কার্যকর হলো। আইনে সেতু কর্তৃপক্ষ ও রেলওয়ে কর্তৃপক্ষকে জেল-জরিমানা ও বিনা ওয়ারেন্টে গ্রেফতারের ক্ষমতা দেওয়া হয়েছে। সেতু কর্তৃপক্ষ বিলের ২১ ধারায় বলা হয়েছে, সেতু কর্তৃপক্ষ জনসাধারণের জন্য বিপজ্জনক মনে করলে নির্দিষ্ট কোনো শ্রেণির যানবাহন সেতুতে চলাচল বন্ধ ঘোষণা করতে পারবেন। ২২ ধারায় নিজ এলাকায় যে কোনো প্রতিবন্ধকতা অপসারণে বল প্রয়োগের ক্ষমতা দেওয়া হয়েছে। ২৩ ধারায় সেতু কর্তৃপক্ষকে যে কোনো যানবাহন থামানো, যানবাহনের চালক, যাত্রী বা ব্যক্তিকে তল্লাশি করার ক্ষমতা দেওয়া হয়েছে। ২৮ ধারায় কোনো সেতু, টানেল বা টোল সড়কে বা  অন্য কোনো স্থাপনায় যানবাহন চলাচলে বাধা সৃষ্টি করলে বা আগে যাওয়ার জন্য সারিভঙ্গ করে সেতু টোলঘরের কাছে জটলা সৃষ্টি করলে ১০ হাজার টাকা অর্থ দণ্ডের বিধান রাখা হয়েছে। ২৯ ধারায় কর্তৃপক্ষের কোনো আদেশ অমান্য করলে পাঁচ হাজার টাকা পর্যন্ত জরিমানা আদায় করার ক্ষমতা দেওয়া হয়েছে। ৩০ ধারা বলে পুলিশ বা কর্তৃপক্ষের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা সেতু কর্তৃপক্ষের জারিকৃত কোনো বিধি বা আদেশ অমান্য করতে দেখলে বিনা ওয়ারেন্টে তাকে গ্রেফতার করতে পারবে।

সর্বশেষ খবর