বুধবার, ৩ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

ডেসটিনির এমডিকে দুদকের নোটিসের কার্যকারিতা স্থগিত

নিজস্ব প্রতিবেদক

ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল আমীন ও ডেসটিনি ২০০০ লিমিটেডের চেয়ারম্যান  মোহাম্মদ হোসাইনের সম্পদের হিসাব বিবরণী চেয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দেওয়া নোটিসের কার্যকারিতা স্থগিত করা হয়েছে। গতকাল বিচারপতি মো. রহুল কুদ্দুস এবং বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। দুদকের  যে বিধিমালার ধারা অনুসারে এ নোটিস দেওয়া হয়েছিল সে ধারা কেন বেআইনি  ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। আদালতে দুদকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট খুরশীদ আলম খান। ডেসটিনির দুই শীর্ষ কর্মকর্তার পক্ষে ছিলেন আইনজীবী আজমালুল হোসেন কিউসি।

গত ১৫ জুন রফিকুল আমীন ও মোহাম্মদ হোসাইনকে সম্পদের হিসাব দাখিলের জন্য নোটিস দেয় দুদক। এরপর তারা হিসাব দাখিলের জন্য ১৫ দিন সময় চেয়ে আবেদন করেন। পরে দুদক সাত দিন সময় দেয়। তবে সম্পদের হিসাব না দিয়ে তারা নোটিসের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন। ডেসটিনির শীর্ষ এ দুই কর্মকর্তা ২০১২ সাল থেকে দুর্নীতির মামলায় কারাগারে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর