বুধবার, ৩ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

এমাজউদ্দীন আলো অন্ধকারের খেলায় লিপ্ত : জামায়াত

নিজস্ব প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও বিএনপি সমর্থক বুদ্ধিজীবী অধ্যাপক ড. এমাজউদ্দীন আহমদের জামায়াত সম্পর্কিত বক্তব্যে বিস্ময়, ক্ষোভ ও নিন্দা প্রকাশ করে তার এ বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানিয়েছে জামায়াতে ইসলামী। গতকাল দলের পক্ষে এক বিবৃতিতে জামায়াতের কেন্দ্রীয় নেতা ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ২০-দলীয় জোট ড. এমাজউদ্দীনকে কোনো মুখপাত্র হিসেবে নিয়োগ দেয়নি। তিনি সম্পূর্ণ এখতিয়ারবহির্ভূত ও অযাচিত যে বক্তব্য প্রদান করেছেন অবশ্যই তা প্রত্যাহার করতে হবে। বিবৃতিতে বলা হয়, এমাজউদ্দীন আহমদ বিশেষ গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আলো ও অন্ধকারের খেলায় লিপ্ত রয়েছেন। উল্লেখ্য, গতকাল জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে অধ্যাপক এমাজউদ্দীন আহমদ বলেন, “বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ২০ দলের মধ্যে জামায়াতকে ‘ওইভাবে’ না রাখার সিদ্ধান্ত নিয়েছেন। এ দলটি এখন বোঝায় পরিণত হয়েছে। জাতীয় ঐক্যের ব্যাপারে জামায়াতকে বিএনপি বাদ দেবে।”

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর