বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

খুতবা প্রণয়নে বিশিষ্ট জনদের পরামর্শ নেওয়ার আহ্বান তরিকতের

নিজস্ব প্রতিবেদক

খুতবা প্রণয়নে দেশের বিশিষ্ট পীর-মাশায়েখ, আলেম-ওলামা ও ইমামদের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ তরিকত ফেডারেশনের মহাসচিব এম এ আউয়াল। তিনি বলেন, এ নিয়ে দেশের ইমাম ও মুসল্লিদের মধ্যে ক্ষোভ বাড়ছেই। জুমার আগের দিন পত্রিকার মাধ্যমে খুতবা মেইল দিয়ে প্রচার করলেই কাজটি সফল হয় না। এ নিয়ে দেশে কোনো অস্থিরতার সৃষ্টি হলে এর জন্য ইসলামিক ফাউন্ডেশনের ডিজিকে দায়ী থাকতে হবে। গতকাল রাজধানীর কলাবাগানের কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। এ সময় সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এম এ আউয়াল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিষ্কার করে বলেছেন, সরকারের খুতবা নিয়ন্ত্রণের পরিকল্পনা নেই। বরং জঙ্গিবাদ, সন্ত্রাস এবং উগ্রবাদ মোকাবিলায় মুসল্লিদের সচেতন করতে খুতবার আগে বয়ান করতে। কিন্তু ইফা ডিজি কোনো কর্ণপাত করছেন না।

সর্বশেষ খবর