বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

রেকর্ড দরপ্রস্তাব অনুমোদিত

নিজস্ব প্রতিবেদক

রেকর্ডসংখ্যক দরপ্রস্তাবের অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। গতকাল সচিবালয়ে অনুষ্ঠিত কমিটির বৈঠকে মোট ২৭টি দরপ্রস্তাব অনুমোদন দেওয়া হয়। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এতে সভাপতিত্ব করেন। ২৭টির মধ্যে ৫০৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন তিনটি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রস্তাবও রয়েছে। এর মধ্যে ২৩টি প্রস্তাবের বিপরীতে মোট ব্যয় হবে ৫ হাজার ৩৯৪ কোটি ৫৭ লাখ টাকা। অবশিষ্ট চারটি প্রস্তাব হচ্ছে বিদ্যুতের ট্যারিফ মূল্য নির্ধারণসংক্রান্ত। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের জানান, বৈঠকে খুলনায় ২০০ থেকে ৩০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন একটি কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছে। এটি নির্মাণে ব্যয় হবে ২ হাজার ৩৭০ কোটি ১৪ লাখ টাকা।

সর্বশেষ খবর