সোমবার, ৮ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

গণশুনানির প্রথম দিনেই বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

প্রতি ঘনমিটার গ্যাসের সঞ্চালন চার্জ শূন্য দশমিক ১৫৬৫ থেকে বাড়িয়ে ন্যূনতম শূন্য দশমিক ৩৬৬৫ টাকা নির্ধারণ করার প্রস্তাব করেছে গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড (জিটিসিএল)। অর্থাৎ সংস্থাটি দশমিক ২১ টাকা বৃদ্ধির প্রস্তাব করে। যদিও একে অযৌক্তিক বলে মনে করছেন বিশ্লেষকরা। বর্তমানে জিটিসিএল প্রতি হাজার ঘনফুট গ্যাস সঞ্চালনে ১৫ পয়সা চার্জ নেয়। গতকাল রাজধানীর টিসিবি মিলনায়তনে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) জিটিসিএল-এর গ্যাস সঞ্চালন চার্জ বৃদ্ধির প্রস্তাবের ওপর গণশুনানি করে। তবে প্রথম দিনের গণশুনানি শেষে দাম বৃদ্ধির প্রস্তাবের বিপক্ষে বিভিন্ন সংগঠন তীব্র বিক্ষোভ ও প্রতিবাদ করে। সংগঠনের সদস্যরা অন্য গণশুনানিগুলোতে বিক্ষোভ ও প্রতিবাদ সভা করবে বলে ঘোষণা দিয়েছে। গণশুনানি পরিচালনা করেন বিইআরসির চেয়ারম্যান এন আর খান, সদস্য মাকসুদুল হক ও রহমান মুর্শেদ। এতে জিটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক মাহবুব সারওয়ার, পরিচালক (অর্থ) শরিফুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা সঞ্চালন চার্জ বৃদ্ধির পক্ষে যুক্তি উপস্থাপন করেন। আর ভোক্তাদের পক্ষে অধ্যাপক নুরুল ইসলাম, এফবিসিসিআই সভাপতি আবদুল মাতলুব আহমাদ, ক্যাবের জ্বালানি উপদেষ্টা ড. শামসুল আলমসহ বিভিন্ন পেশা ও সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত থেকে গ্যাসের সঞ্চালন চার্জ না বৃদ্ধির পক্ষে মতামত দেন। তবে বিইআরসির চেয়ারম্যান এ আর খান বলেন, সব পক্ষের মতামত আমলে নিয়ে এই দাম ঠিক করা হবে। গণশুনানিতে জিটিসিএলের প্রস্তাব মূল্যায়ন করে বিইআরসির কারিগরি কমিটি জানিয়েছে, ২০১৬-১৭ অর্থবছরে জিটিসিএল-এর রাজস্বের পরিমাণ চার হাজার ২৬৯ দশমিক ১৫ মিলিয়ন টাকা। মোট রাজস্বের চাহিদা সাত হাজার ৪৩৪ দশমিক ৪৬ মিলিয়ন টাকা। এই রাজস্বের চাহিদা অনুযায়ী জিটিসিএলের খরচ দাঁড়ায় প্রতি মিটারে ৩২ পয়সা। এদিকে গতকাল বিইআরসি কার্যালয়ের সামনে গণশুনানির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করে গণসংহতি আন্দোলনের কর্মীরা। শুনানির পরপরই তারা বিক্ষোভ শুরু করে এবং প্রতিবাদী স্লোগান দেয়। সে সময় সেখানে উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকি। তিনি শুনানি চলাকালে ভেতরে উপস্থিত ছিলেন। বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, এক বছরের মাথায় আবারও দাম বাড়ানো নীতিবিরুদ্ধ। গতবার সরকার ২৭ শতাংশ দাম বাড়ায় আর এবার কোনো কোনো ক্ষেত্রে তা ১৩০ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে। এটি জনগণের জন্য দুর্ভোগ বয়ে আনবে। একই ঘটনার প্রতিবাদে আগামী ১২ আগস্ট জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সভা করবে গণঅধিকার সংগ্রাম কমিটি। এদিকে গ্যাসের দাম বৃদ্ধির তত্পরতা বন্ধ এবং দাম কমানোর প্রস্তাব নিয়ে গণশুনানি করার দাবিতে আগামী ১১ আগস্ট বিইআরসি কার্যালয়ের সামনে বিক্ষোভ করবে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ও সমাজতান্ত্রিক দল। আজ (সোমবার) তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির দাম বৃদ্ধির প্রস্তাবের ওপর গণশুনানি করবে বিইআরসি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর