সোমবার, ৮ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

ফগার মেশিন কাঁধে নিয়ে মশকনিধন কর্মসূচি উদ্বোধন খোকনের

নিজস্ব প্রতিবেদক

রাজধানীতে মশার উৎপাতে অতিষ্ঠ সাধারণ মানুষ। সপ্তাহব্যাপী মশকনিধন কর্মসূচি হাতে নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। গতকাল রাজধানীর ধানমন্ডি লেকে কাঁধে ফগার মেশিন তুলে নিয়ে কার্যক্রমের উদ্বোধন করেন মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। তিনি এ সময় এলাকায় মশকনিধন কর্মী না দেখলে ডিএসসিসির হট লাইনে কল করার জন্য নগরবাসীকে অনুরোধ জানান।

সাঈদ খোকন বলেন, আপনার এলাকায় আমাদের স্প্রে ম্যান বা মশকনিধন কর্মী না দেখলে আমাদের হটলাইন ‘৯৫৫৬০১৪’ এ কল করুন। সঙ্গে সঙ্গেই ব্যবস্থা নেওয়া হবে। বক্তব্য শেষে লারভিসাইড মেশিন কাঁধে নিয়ে মেয়র পরিত্যক্ত টায়ারে স্প্রে করেন। এ ছাড়া ফগার মেশিনও কাঁধে তুলে নেন। এরপর একটি র‌্যালিতে অংশ নিয়ে মেয়র ডেঙ্গু বিরোধী লিফলেট বিতরণ করেন। 

সপ্তাহব্যাপী মশকনিধন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলাল, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. সাইদুর রহমান, প্রধান বর্জ্য ব্যবস্থাপক কমোডর মো. কুতুব উদ্দিন বখতিয়ার প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর