সোমবার, ৮ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

ইউএনডিপির সহযোগিতা চাইলেন স্পিকার

নিজস্ব প্রতিবেদক

জাতীয় সংসদ সচিবালয় ও এমপিদের সামর্থ্য বাড়াতে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) সহযোগিতা চাইলেন স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপারসন ড. শিরীন শারমিন চৌধুরী। একই সঙ্গে বাংলাদেশে জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবিলায় আন্তর্জাতিক এ সংস্থাটিকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। সংসদ ভবনে গতকাল স্পিকারের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ইউএনডিপির আবাসিক প্রতিনিধি পলিন টমেসিস বিদায়ী সাক্ষাৎ করতে এলে তিনি এসব সহযোগিতার কথা উল্লেখ করেন। স্পিকার বলেন, আপনি জানেন, সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশ আজ বিশ্বে রোল মডেল। বাংলাদেশ এখন সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল (এসডিজি) অর্জনে কাজ করে যাচ্ছে। এ লক্ষ্য অর্জনে ইউএনডিপি বরাবরের মতোই বাংলাদেশকে সহায়তা করবে বলে আশাবাদ ব্যক্ত করেন ড. শিরীন শারমিন চৌধুরী। একই সঙ্গে বাংলাদেশের উন্নয়ন এবং অগ্রগতিতে ইউএনডিপির অব্যাহত সাহায্য ও সহযোগিতার কথাও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন তিনি। স্পিকার বিদায়ী আবাসিক প্রতিনিধির মতো নবাগত প্রতিনিধির কাছ থেকেও একই ধরনের আন্তরিক সহযোগিতা পাওয়ার প্রত্যাশা করেন।

এ সময় ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্পিকারকে আশ্বস্ত করে বলেন, ইউএনডিপি সুদূর অতীত থেকে বাংলাদেশের উন্নয়ন সহযোগী। নবাগত যে প্রতিনিধি বাংলাদেশে দায়িত্ব নেবেন তিনিও আন্তরিকতার সঙ্গে এ দেশের উন্নয়নে কাজ করে যাবেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর