বুধবার, ১০ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

ট্রাম্প ‘ভয়ঙ্কর’ প্রার্থী

রিপাবলিকান দলের ৫০ জন নিরাপত্তা বিশেষজ্ঞ স্বাক্ষরিত এক খোলা চিঠিতে প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে তারা প্রত্যাখ্যান করে বলেছেন, নির্বাচিত হলে তিনি হবেন মার্কিন ইতিহাসের সবচেয়ে ‘ভয়ঙ্কর’ প্রেসিডেন্ট। এদের মধ্যে সিআইএর সাবেক পরিচালক মাইকেল হেডেনও রয়েছেন। তিনি বলেন, প্রেসিডেন্ট হওয়ার জন্যে ট্রাম্পের চরিত্র, মূল্যবোধ ও অভিজ্ঞতার অভাব রয়েছে। এর আগে মার্চে এ ধরনের উদ্যোগ নেওয়া হলেও এদের অনেকেই তখন স্বাক্ষর করতে অস্বীকৃতি জানিয়েছিলেন। সোমবার নিউইয়র্ক টাইমস-এ প্রকাশিত ওই চিঠিতে স্বাক্ষরকারীরা বলেন, আমরা বুঝতে পেরেছি ট্রাম্প হবেন আমেরিকার জন্য বিপজ্জনক প্রেসিডেন্ট। আমাদের জাতীয় নিরাপত্তা ও মঙ্গলের জন্যও ঝুঁকি। এদের অনেকেই রিপাবলিকান সরকার জর্জ বুশের সময় দায়িত্ব পালন করেছেন। তবে স্বাক্ষরকারী এসব নিরাপত্তা বিশেষজ্ঞ হিলারি ক্লিনটনকে ভোট দেওয়ার কথা বলেননি। বরং তাকে নিয়েও তারা সন্দেহ প্রকাশ করেছেন। কিন্তু ট্রাম্পকে ভোট দেবেন না এ কথা তারা স্পষ্ট করেছেন। এএফপি

সর্বশেষ খবর