বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

ফাইভ পার্সেন্ট রুষ্ট তাই ভুগছে চসিক!

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

একনেকে অনুমোদিত হওয়া সত্ত্বেও মন্ত্রণালয়ের কতিপয় ‘মিস্টার ফাইভ পার্সেন্ট’-কে তুষ্ট করতে না পারায় কাঙ্ক্ষিত অর্থ বরাদ্দ পায়নি চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। এটা গত এক বছরের চিত্র। তথ্যটি দিয়েছেন স্বয়ং চসিক মেয়র আ জ ম নাছির উদ্দীন। মেয়র গতকাল থিয়েটার ইনস্টিটিউটে নগর সংলাপ অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণ দিচ্ছিলেন। তিনি বলেন, মন্ত্রণালয়ের কিছু কর্মকর্তাকে মোট বরাদ্দের শতকরা ৫ ভাগ দিতে না পারায় তিনি দায়িত্ব গ্রহণের প্রথম অর্থবছরে (২০১৫-১৬) কাঙ্ক্ষিত বরাদ্দ পাননি। সাম্প্রতিক কিছু ঘটনা তুলে ধরে মেয়র বলেন, যুগ্ম সচিব পদমর্যাদার একজন কর্মকর্তা এসেছিলেন। তিনি একটি নতুন পাজেরো জিপ চান। সেটি দিলে নাকি প্রকল্প অনুমোদন বা পাসে কোনো সমস্যা হবে না। আমি কোথা থেকে জিপ দেব! কেন দেব? একনেকে পাস হওয়ার পরও বরাদ্দ ছাড় করাতে নানা আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে হচ্ছে উল্লেখ করে মেয়র বলেন, বরাদ্দের ৫ শতাংশ দিয়ে দিলে নাকি যত বরাদ্দ চাইব পাব।

সর্বশেষ খবর