বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

বঙ্গবন্ধু হত্যা মামলার বাদী মুহিতুল লাইফ সাপোর্টে

নিজস্ব প্রতিবেদক

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যা মামলার বাদী এ এফ এম মুহিতুল ইসলাম লাইফ সাপোর্টে রয়েছেন। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ১৮ নম্বর কেবিন ব্লকের  আইসিইউতে চিকিৎসাধীন। মুহিতুল ইসলামের চিকিৎসার জন্য গঠিত ৯ সদস্যের মেডিকেল বোর্ড নিয়মিত তার চিকিৎসাসেবা কার্যক্রম তত্ত্বাবধান করছে। অ্যানেসথেসিয়া, এনালজেসিয়া অ্যান্ড ইনটেনসিভ কেয়ার মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. দেবব্রত বণিক জানান, এএফএম মুহিতুল ইসলাম বর্তমানে আইসিইউতে লাইফ সাপোর্টে রয়েছেন। তার কিডনির কার্যকারিতা প্রায় শেষ পর্যায়ে রয়েছে। যে কারণে তাকে একদিন পর পর ডায়ালাইসিস দেওয়া হচ্ছে। তার ফুসফুসের সংক্রমণ (নিউমোনিয়া) মারাত্মক আকার ধারণ করেছে, যা কোনো জীবাণুনাশকেই ভালোভাবে কাজ করছে না। তার মস্তিষ্কের কার্যকারিতাও ভালোভাবে কাজ করছে না। মস্তিষ্কের কার্যকারিতা অনেকটাই ডায়ালাইসিসের ওপর নির্ভরশীল। বিএসএমএমইউয়ের গণসংযোগ কর্মকর্তা প্রশান্ত কুমার জানান, এর আগে মুহিতুল ইসলাম কিডনির সমস্যা নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নেফ্রোলজি বিভাগের অধ্যাপক ডা. মুহাম্মদ রফিকুল আলমের অধীনে ভর্তি হন। পরবর্তী সময়ে তাকে এ বিশ্ববিদ্যালয়ের কেবিন ব্লকের আইসিইউতে ভর্তি করিয়ে চিকিৎসা দেওয়া হয়। সেখানে তার অবস্থার উন্নতি হলে কেবিনে নেওয়া হয়। এরপর তার অবস্থার অবনতি হলে কেবিন থেকে ২৬ জুলাই তাকে পুনরায় আইসিইউতে নেওয়া হয় এবং বর্তমানে সেখানেই চিকিৎসাধীন।

সর্বশেষ খবর