শুক্রবার, ১২ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

নির্ধারিত স্থানে কোরবানি করার অনুরোধ

নিজস্ব প্রতিবেদক

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, আসন্ন ঈদুল আজহায় দেশের ১১টি সিটি করপোরেশন এবং ৫৩টি জেলা শহরে কোরবানির পশু জবাইয়ের জন্য সরকার ৬ হাজার ২৩৩টি স্থান নির্ধারণ করে দিয়েছে। তবে এসব স্থানে পশু জবাই বাধ্যতামূলক নয়। তিনি বলেন, পরিবেশ ও স্বাস্থ্যগত ক্ষতি এড়াতে সরকার নির্ধারিত এসব স্থানে পশু জবাই ও মাংস প্রক্রিয়াকরণে ইমাম ও কসাই থাকবেন। গতকাল সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে ‘আগামী কোরবানি ঈদে নির্দিষ্ট স্থানে কোরবানির পশু জবাই ও দ্রুত বর্জ্য অপসারণ নিশ্চিতকল্পে কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন’ বিষয়ে এক সভা শেষে মন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন।

সর্বশেষ খবর