রবিবার, ১৪ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

শিক্ষক নিয়োগে কমিটির হস্তক্ষেপ থাকবে না : নাহিদ

নিজস্ব প্রতিবেদক

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কেন্দ্রীয়ভাবে শিক্ষক নিয়োগ পদ্ধতিকে যুগান্তকারী উল্লেখ করে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, নিয়োগে গভর্নিং বডি কমিটি বা প্রতিষ্ঠানের কোনো হস্তক্ষেপ থাকবে না। নিবন্ধন পরীক্ষায় যারা উত্তীর্ণ হবেন, তাদের স্ব-স্ব উপজেলাতেই নিয়োগ দেওয়া হবে। গতকাল ত্রয়োদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষার ঢাকা কলেজ কেন্দ্র পরিদর্শনকালে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

নাহিদ আরও বলেন, আগে বিচ্ছিন্নভাবে ৩৭ হাজার কমিটির মাধ্যমে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ করা হতো। এ ক্ষেত্রে শিক্ষক নিয়োগে বিড়ম্বনা আর অনৈতিকভাবে অর্থ লেনদেনের অভিযোগ পাওয়া যেত।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর