বুধবার, ১৭ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

অনুমোদনহীন নার্সারি কিন্ডারগার্টেনের ব্যাপারে টাস্কফোর্স গঠন

নিজস্ব প্রতিবেদক

সারা দেশে প্রাথমিক পর্যায়ে অনুমোদনহীন নার্সারি, প্রিপারেটরি ও কিন্ডারগার্টেনগুলো চিহ্নিত করতে টাস্কফোর্স গঠন করা হয়েছে। এসব শিক্ষাপ্রতিষ্ঠান চিহ্নিত করে বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের টাস্কফোর্স সুপারিশ প্রদান করবে এবং পরে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানা গেছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় গতকাল এ টাস্কফোর্স গঠন করে। জানা গেছে, বিভাগীয় বা মহানগর এলাকার টাস্কফোর্স কমিটির সভাপতি করা হয়েছে বিভাগীয় কমিশনারকে। সদস্য থাকবেন ডিআইজি, স্থানীয় সরকার বিভাগের পরিচালক, জেলা প্রশাসক ও বিভাগীয় উপপরিচালক (সদস্যসচিব)।

জেলায় টাস্কফের্সের সভাপতি জেলা প্রশাসক। কমিটিতে পুলিশ সুপারসহ পাঁচজন। উপজেলায় নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে গঠিত হবে টাস্কফোর্স। এসব কমিটিকে এক মাসের মধ্যে সুপারিশসহ প্রতিবেদন মন্ত্রণালয়ে জমা দিতে সময় বেঁধে দেওয়া হয়েছে।

সর্বশেষ খবর