বুধবার, ১৭ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

দুর্নীতির মামলায় মন্ত্রীসহ দুজন খালাস

আদালত প্রতিবেদক

দুর্নীতির মামলায় মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হক এবং ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিমকে খালাস দিয়েছে আদালত। গতকাল ঢাকার চার নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মো. আমিনুল হক এ আদেশ দেন। রায়ে বলা হয়েছে, আসামিদের বিরুদ্ধে অভিযোগ সাক্ষ্য প্রমাণে সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ায় আসামিদের অভিযোগের দায় থেকে নির্দোষ গণ্য বেকসুর খালাস দেওয়া হলো। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন না। রায় ঘোষণার আগে ১৩ জনের সাক্ষ্য গ্রহণ করে আদালত। মামলার নথি সূত্রে জানা গেছে, ২০০৭ সালে এমপি শুল্কমুক্ত কোটায় একটি জিপগাড়ি আনেন মোহাম্মদ ছায়েদুল হক। পরে তা ওবায়দুল করিমের কাছে বিক্রি করে দেন। ওই ঘটনায় দুদকের পরিচালক আবদুল করিম ২০০৭ সালের ৯ আগস্ট রাজধানীর  তেজগাঁও থানায় মামলা করেন। মামলায় অভিযোগ করা হয়, ৮৫ লাখ ৫০ হাজার ৬৮০ টাকা কর ফাঁকি দিয়েছেন আসামিরা। তদন্ত করে ২০০৮ সালের ১৭ সেপ্টেম্বর দুদকের উপ-পরিচালক আবদুল্লাহ আল জাহিদ দুই আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

২০১১ সালের ১০ জুলাই এ মামলা বাতিল করে দেয় হাইকোর্ট। হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে আপিল করে দুদক এবং আপিল বিভাগ মামলা সাক্ষ্য প্রমাণের মাধ্যমে নিষ্পত্তির নির্দেশ দেয়। পরে চলতি বছরের ১৯ জুলাই এ দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করে আদালত।

সর্বশেষ খবর