বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

‘ভারত বাংলাদেশ’ শীর্ষক প্রদর্শনী

সাংস্কৃতিক প্রতিবেদক

রংতুলিতে ক্যানভাসে বাংলাদেশ ও ভারতের বন্ধুত্ব তুলে ধরলেন শিল্পীরা। দুই দেশের মানুষের সম্পর্ক, যোগাযোগ, বঙ্গবন্ধু, ইন্দিরা গান্ধীর পাশাপাশি মুক্তিযুদ্ধকেও নিজেদের কাজের মধ্যে তুলে ধরেছেন তারা। দুই দেশের বন্ধুত্ব নিয়ে ছবি আঁকা প্রতিযোগিতার আয়োজন করেছিল বাংলাদেশের ভারতীয় হাইকমিশন। সেই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ৫১ জন শিল্পীর ছবি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল আর্ট গ্যালারিতে শুরু হলো ‘ভারত-বাংলাদেশ’ শীর্ষক চিত্রপ্রদর্শনী। মঙ্গলবার বিকালে জয়নুল গ্যালারির উন্মুক্ত চত্বরে এ প্রদর্শনীর উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সহযোগিতায় প্রদর্শনীর উদ্বোধনীতে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, ঢাকা আর্ট কলেজের অধ্যক্ষ ড. গোবিন্দ রায়।

ভারতের হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা বলেন, বাংলাদেশ ও ভারতের বন্ধুত্বের যে দর্শন সেটাই শিল্পীদের ছবিতে উঠে এসেছে। ভারত ও বাংলাদেশের সম্পর্ক বন্ধুত্বের। দুটি দেশের সহযোগিতামূলক সেই সম্পর্কের ক্ষেত্র দিন দিন বিকশিত হচ্ছে। শিল্পীরা সেই সব কথা যেভাবে ফুটিয়ে তুলেছেন সেটা খুবই আশাপ্রদ।

 তিনি জানান, শিল্পীদের এই ছবিগুলো বারিধারায় হাইকমিশনের চ্যান্সেরি ভবনের শোভা বৃদ্ধি করবে।

সর্বশেষ খবর