শিরোনাম
বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

তিন লাখ পরিবারকে বিনামূল্যে চাল দেবে সরকার

বন্যা

নিজামুল হক বিপুল

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত দেশের ১৯টি জেলার প্রায় সোয়া তিন লাখ পরিবারকে আগামী তিন মাস বিনামূল্যে ভিজিএফ কর্মসূচির আওতায় চাল দেবে সরকার। ইতিমধ্যে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে এ বিষয়ে মাঠপর্যায়ে ক্ষতিগ্রস্তদের চূড়ান্ত তালিকা তৈরি করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সাম্প্রতিক বন্যায় দেশের যেসব জেলা ক্ষতিগ্রস্ত হয়েছে তার মধ্যে উত্তরাঞ্চলের আট জেলাসহ মোট ১৯ জেলাকে তালিকাভুক্ত করা হয়েছে। যেগুলো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে,  সেসব জেলার ক্ষতিগ্রস্ত দুস্থ ও অসহায় পরিবারের মধ্যে শতকরা ৩৫ শতাংশ পরিবারকে তালিকাভুক্ত করে তিন মাস বিনামূল্যে ভিজিএফের চাল দেওয়া হবে। সূত্র জানায়, ইতিমধ্যে দেশের ১৯টি জেলা সিরাজগঞ্জ, বগুড়া, রংপুর, কুড়িগ্রাম, নীলফামারী, গাইবান্ধা, লালমনিরহাট, সুনামগঞ্জ, জামালপুর, ফরিদপুর, রাজবাড়ী, টাঙ্গাইল, মাদারীপুর, শরীয়তপুর, মানিকগঞ্জ, ঢাকা, মুন্সীগঞ্জ, চাঁদপুর এবং রাজশাহী জেলার ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে একেবারে দুস্থ ও অসহায় ৩৫ শতাংশ পরিবারের তালিকা চূড়ান্ত করেছে সরকার। এ তালিকা অনুযায়ী ১৯ জেলায় মোট ক্ষতিগ্রস্ত পরিবারের সংখ্যা হচ্ছে তিন লাখ ১৯ হাজার ৭২৯টি। এসব পরিবারের মধ্যে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে কার্ড দেওয়া হবে। মন্ত্রণালয় এই তালিকা ধরে ১৯ জেলার সবচেয়ে ক্ষতিগ্রস্ত দুস্থ পরিবারগুলোকে আগামী সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত তিন মাস ভিজিএফ কর্মসূচির আওতায় ২০ কেজি করে বিনামূল্যে চাল দেবে।  মাঠপর্যায় থেকে পাওয়া তালিকা অনুযায়ী ৩৫ শতাংশ হারে জেলাওয়ারি দুস্থ ক্ষতিগ্রস্ত পরিবারের সংখ্যা হচ্ছে- সিরাজগঞ্জে ৪৭ হাজার ১০২টি, বগুড়ায় আট হাজার ৪৯১টি, রংপুরে তিন হাজার ১৪২টি, কুড়িগ্রামে ৬১ হাজার ৭৮২টি, নীলফামারীতে এক হাজার ৯২৫টি, গাইবান্ধায় ১৯ হাজার ৩৪১টি, লালমনিরহাটে ১৭ হাজার ৪৫১টি, সুনামগঞ্জে সাত হাজার, জামালপুরে ৬২ হাজার ৪৩৮টি, ফরিদপুরে ছয় হাজার ২৮৪টি, রাজবাড়ীতে আট হাজার ৫৫৯টি, টাঙ্গাইলে ৪৮ হাজার ১৪২টি, মাদারীপুরে তিন হাজার ১৭১টি, শরীয়তপুরে তিন হাজার ৯৬টি, মানিকগঞ্জে ১৬ হাজার ৭১৪টি, ঢাকায় দুই হাজার ১২৮টি, মুন্সীগঞ্জে দুই হাজার ১৪টি, চাঁদপুরে ৭৯৪টি এবং রাজশাহীতে ৫৩টি পরিবারকে এই সাহায্য দেওয়া হবে।

সর্বশেষ খবর