বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

ঘুষ কেলেঙ্কারিতে বিটিসিএলের তিন কর্মকর্তা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

ঘুষের টাকা লেনদেনের সময় গতকাল বিটিসিএলের দুই কর্মকর্তা গিয়াস উদ্দিন ও হুমায়ুন কবিরকে হাতেনাতে এবং একই অভিযোগে বিটিসিএলের বিভাগীয় প্রকৌশলী (অভ্যন্তরীণ) প্রদীপ দাশকে গ্রেফতার করেছে দুদক। দুদক সূত্র জানায়, এ সময় প্রকৌশলী প্রদীপ দাশের কেবিনেটের ড্রয়ার থেকে ১ লাখ ৪৮ হাজার ৯০০ টাকা ও দুটি জমির দলিল উদ্ধার করা হয়েছে। গিয়াস উদ্দিনের অফিস কক্ষে তল্লাশি চালিয়ে তার ও তার স্ত্রীর নামে করা ৮৩ লাখ টাকার সঞ্চয়পত্র ও নগদ ৮০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। গতকাল দুপুরে বাংলাদেশ তার ও টেলিফোন বোর্ডের (বিটিসিএল) নগরীর নন্দনকানন কার্যালয়ে এ অভিযান চালায় দুদক। নেতৃত্ব দেন দুদক চট্টগ্রামের উপ-সহকারী পরিচালক মানিকলাল দাস। দুদক জানায়, সরকারি চাকরি থেকে অবসরপ্রাপ্ত উপ-সহকারী প্রকৌশলী মো. আবুল কাশেম ভুঁইয়ার কাছ থেকে ২০ হাজার টাকা ঘুষ নেওয়ার সময় নন্দনকানন বিটিসিএল কার্যালয়ের প্রধান সহকারী গিয়াস উদ্দিন ও টেলিফোন অপারেটর হুমায়ুন কবিরকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

সর্বশেষ খবর