বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

যাত্রা শুরু কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের অর্থনৈতিক সম্ভাবনাকে কাজে লাগাতে সুন্দর, আধুনিক, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে ‘কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ’ গঠিত হয়েছে বলে মন্তব্য করেছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। এর মধ্য দিয়ে ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীর পর পঞ্চম উন্নয়ন কর্তৃপক্ষ হিসেবে ‘কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ’ (কউক) যাত্রা শুরু করল। গতকাল বিকালে কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘কউক’ এর নবনিযুক্ত চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী এ কথা বলেন। কক্সবাজারের জেলা প্রশাসক মো. আলী হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সংসদ সদস্য আবদুর রহমান বদি, সাইমুম সরওয়ার কমল ও আশেক উল্লাহ রফিক, সংরক্ষিত নারী সংসদ সদস্য খোরশেদ আরা হক, জেলা পরিষদ প্রশাসক মোস্তাক আহমদ চৌধুরী ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা।

কক্সবাজারের অপার প্রাকৃতিক সম্ভাবনা ও সময়ই অর্থনৈতিক উন্নয়নের কর্মকাণ্ড এগিয়ে এনেছে মন্তব্য করে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, কক্সবাজারে ইতিপূর্বে যে সব স্থাপনা হয়েছে; তা পরিকল্পনা ছাড়াই হয়েছে। এখন আর সেই ভাবে করা যাবে না। এ জন্য কক্সবাজারের মানুষের মাঝে উন্নয়ন ও পর্যটনবান্ধব সহনশীলতা সৃষ্টি করতে হবে।

সর্বশেষ খবর