বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

ঢাকায় আরও দুটি চলন্ত ফুটওভার ব্রিজ হবে

——————— মেয়র আনিসুল

নিজস্ব প্রতিবেদক

আগামী তিন মাসের মধ্যে ঢাকায় আরও দুটি চলন্ত সিঁড়িযুক্ত ফুটওভার ব্রিজ করার ঘোষণা দিয়েছেন উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক। গতকাল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনের সড়কে চলন্ত সিঁড়ির নতুন ফুটওভার ব্রিজ উদ্বোধন করার সময় এ ঘোষণা দেন তিনি।  রাজধানীতে চলন্ত সিঁড়ির দ্বিতীয় ফুটওভার ব্রিজ এটি। বনানীতে একই ধরনের আরেকটি ফুটওভার ব্রিজ রয়েছে। আনিসুল হক বলেন, আগামী এক মাসের মধ্যে বিমানবন্দর সড়কের খিলক্ষেত এবং তিন মাসের মধ্যে র‌্যাডিসন হোটেলের সামনে এই দুই ব্রিজ চালু করা হবে। এ ছাড়া এ বছরের মধ্যেই উত্তর সিটি করপোরেশনের আওতায় থাকা সবগুলো ফুটওভার ব্রিজ সবুজায়ন করা হবে। রাজধানীতে ২২টি ইউলুপ তৈরির প্রাথমিক কাজ এগিয়ে চলছে বলেও জানান মেয়র।

এ সময় ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মেজবাহুল হক, বাংলাদেশ নৌবাহিনীর ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ক্যাপ্টেন জাহান ইয়ার, ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার মো. মোসলেহ উদ্দিন উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর